স্পোর্টস ডেস্ক
০৩ এপ্রিল ২০২৪, ০৬:০৮ পিএম
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে সিলেটে বিশাল ব্যবধানে হারের পর চট্টগ্রামে দ্বিতীয় টেস্টেও পরাজিত হয়েছে বাংলাদেশ। আজ পঞ্চম দিনে টাইগাররা ৩১৮ রানে অল আউট হলে ১৯২ রানের বড় জয় পায় লঙ্কানরা। দুই টেস্টের এই সিরিজে স্বাগতিকরা ভালো পারফর্ম করতে পারেননি। ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও ব্যর্থ হয়েছেন শান্ত-জয়-জাকিররা।
এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট দিয়েই মাঠে ফিরেছিলেন সাকিব আল হাসান। লঙ্কানদের বিপক্ষে ঘরের মাঠের এই সিরিজ থেকে ছুটিই নিয়েছিলেন তিনি। তবে দ্বিতীয় টেস্টের আগে দলে ফিরেন তিনি। দীর্ঘ দিন পর এই টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বসেরা এই অলরাউন্ডার যে পারফর্ম্যান্স করেছেন তা দুর্দান্ত বলেই মনে হয়েছে টাইগারদের অধিনায়ক নাজমুল শান্তর কাছে।
চট্টগ্রাম টেস্টে হারের পর আজ সংবাদ সম্মেলনে এসে শান্ত বলেন, ‘সাকিব ভাইয়ের এই দুইটা টেস্ট খেলার মধ্যে আমরা আগে থেকে জানতাম যে উনি সেকেন্ড টেস্টটা খেলবে। আমি বেশ আগে থেকেই জানতাম। সুতরাং অনুশীলন ঠিক ছিল, হ্যাঁ আগে থেকে জানতে পারলে ভালো হবে দলের জন্য এবং আমি আশা করব যে আগে থেকেই জানতে পারব।’
চট্টগ্রাম টেস্ট দিয়েই আবার ১ বছর পর সাদা পোশাকে খেলতে নেমেছিলেন সাকিব। তবে তাঁর খেলা দেখে শান্তর মনেই হয়নি যে সাকিব দীর্ঘদিন পর খেলতে নেমেছে।
শান্ত বলেন, ‘ওনি অনেকদিন পর খেলার পরেও আমার কাছে মনে হয়নি যে ৩৭ বছর বয়সের একটা মানুষ এসে খেলতেছে। বা ১ বছর পর একটা টেস্ট খেলতেছে ৩৭ ওভার বল করেছে আমার যতটুকু মনে পড়ে প্রথম ইনিংস ৩ উইকেট নিল ব্যাটিংটা যেমন করল দ্বিতীয় ইনিংসে। যতটুকু আশা করেছিলাম তার কাছ থেকে বেশি পেয়েছি সত্যি কথা।’
এদিকে দুই টেস্টের সিরিজে এভাবে হারের পর সাদা পোশাকে ভালো করতে নিজেদের চাহিদার কথাও জানিয়েছেন শান্ত। তিনি বলেন, ‘আমরা কোন সিরিজ খেলতে যাওয়ার আগে সেখানে যদি ‘এ’ দল পাঠাতে পারি তাহলে সবচেয়ে কার্যকরী হবে। যারা শুধু টেস্ট খেলছে বা যারা এক-দুটি সংস্করণ খেলে, ওরা যদি আগে গিয়ে এক-দুটি ম্যাচ খেলতে পারে, তাহলে কিন্তু প্রস্তুতিটা খুব ভালো হবে। ওই উইকেট ও কন্ডিশন সম্পর্কে ধারনা হবে। যারা তিন সংস্করণে খেলে তাদের জন্য কঠিন।’