images

স্পোর্টস / ক্রিকেট

বিপিএলের সিলেট পর্ব শেষে পয়েন্ট টেবিলে কে কোথায়

স্পোর্টস ডেস্ক

০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০২:১৫ পিএম

দেশের ফ্র‍্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। টুর্নামেন্টের দশম আসরের দ্বিতীয় পর্বের খেলা শেষ হয়েছে। চার ম্যাচডেতে ১২ ম্যাচে শেষ হয়েছে সিলেটের দ্বিতীয় পর্ব। যেখানে অংশ নেওয়া ৭ দলের প্রত্যেকে খেলেছে অন্তত দুটি করে ম্যাচ। বিপিএল এবার আবার পা রাখবে রাজধানী ঢাকাতে। 

সিলেট পর্বটা সবচেয়ে ভালো কেটেছে টুর্নামেন্টের রংপুরের। সিলেটে এসে প্রথম হারের স্বাদ পাওয়া খুলনা ও রংপুরের পয়েন্ট সমান। যেখান খুলনার ৫ ম্যাচে ৪ জয়ের ফলে পেয়েছে ৮ পয়েন্ট। সমান ৮ পয়েন্ট আছে রংপুরেরও। তবে তারা এক ম্যাচ বেশি খেলেছে এবং নেট রান রেটেও এগিয়ে আছে। টেবিলের চার নম্বরে আছে হেভিওয়েট কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 

বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ৫ ম্যাচ খেলে জিতেছে ৩ ম্যাচে। ফলে ঝুলিতে আছে ৬ পয়েন্ট। সমান পয়েন্ট আছে ফরচুন বরিশালেরও। কিন্তু কুমিল্লার চেয়ে নেট রান রেটে পিছিয়ে থাকায় টেবিলের ৫ম স্থানে রয়েছে বরিশাল।টেবিলের একদম তলানির দুই দল দুর্দান্ত ঢাকা এবং সিলেট স্ট্রাইকার্স। দুই দলের পয়েন্টই সমান ২ করে। তবে নেট রান রেটের মারপ্যাঁচে ঢাকা আছে ৬ নম্বরে। অন্যদিকে সিলেট আছে ৭ম স্থানে।

বিপিএলের পয়েন্ট টেবিল-

নাম

ম্যাচ

জয়

হার

পয়েন্ট

নেট রানরেট

রংপুর রাইডার্স

+১.২০৩

খুলনা টাইগার্স

+১.০২৩

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

-০.৩৪৫

কুমিল্লা ভিক্টোরিয়ান্স

+১.১৯৭

ফরচুন বরিশাল

   

+০.২৮৪

দুর্দান্ত ঢাকা

-১.৪৪২

সিলেট স্ট্রাইকার্স

-১.৫৩৫