images

স্পোর্টস / ক্রিকেট

বিপিএলে ফিরছেন শোয়েব মালিক

স্পোর্টস ডেস্ক

৩১ জানুয়ারি ২০২৪, ০৫:৫৭ পিএম

চলমান বিপিএলের মাঝেই শোয়েব মালিক পারবারিক কাজে ফরচুন বরিশালে ডগআউট ছেড়ে উড়াল দিয়েছিলেন দুবাইয়ে। জানিয়েছিলেন এই আসরে আর খেলবেন না তিনি। তবে দুবাইয়ের কাজ শেষ হওয়ায় আবারও বরিশালের ডগআউটে যোগ দিতে যাচ্ছেন পাকিস্তানের অভিজ্ঞ এই অলরাউন্ডার। একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে মালিকের ফেরার বিষয়টি নিশ্চিত করেছে ফরচুন বরিশাল।

বিপিএলের দশম আসরের দ্বিতীয় পর্বের খেলা হচ্ছে সিলেটে। সেখানেই দলের সাথে যোগ দেবেন মালিক। আগামী ২ ফেব্রুয়ারি সিলেটে বরিশালের শিবিরে আরও একবার যোগ দিতে যাচ্ছেন তিনি। ৩ ফেব্রুয়ারি সিলেট পর্বে নিজেদের শেষ ম্যাচে টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বরিশাল। সবকিছু ঠিক থাকলে সেই ম্যাচে বরিশালের জার্সি গায়ে মাঠে দেখা যাবে শোয়েব মালিককে।

বিপিএলের এবারের মৌসুমে তিন ম্যাচ খেলে নিজেকে খুব একতা মেলে ধরতে পারেননি শোয়েব। তিন ম্যাচে রান করেছেন যথাক্রমে ১৭*, ৫* এবং ৭। বল হাতেও ছিলেন খরুচে। এদিকে খুলনার সঙ্গে ম্যাচে তিন নো বল দিয়ে বেশ কিছুদিন আলোচনায় ছিলেন এই পাকিস্তান তারকা।

সেই ওভারের পর তাকে ঘিরে সন্দেহ চাউর হয়। পরে দুবাই পারিবারিক কাজে গেলে; আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি সন্দেহজনক এই ওভারের কারণেই বরিশাল মালিকের সঙ্গে চুক্তি বাতিল করেছে। এরপর অবশ্য বরিশালের মালিক মিজানুর রহমান এক ভিডিও বার্তায় সেই গুঞ্জন উড়িয়ে বিষয় গুলো পরিষ্কার করেন। আর এ নিয়ে পাকিস্তান এই ক্রিকেটার তার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়গুলো নিয়ে পরিষ্কার করে থাকেন।

চলমান দশম আসরে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে দুইটিতে জয়ের দেখা পেয়েছে বরিশাল। ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে অবস্থান করছেন তামিমের বরিশাল।