images

স্পোর্টস / ক্রিকেট

রংপুরের জার্সিতে আগামীকাল মাঠে নামবেন সাকিব?

স্পোর্টস ডেস্ক

২৫ জানুয়ারি ২০২৪, ০৫:৫৩ পিএম

সেই ওয়ানডে বিশ্বকাপের সময় থেকেই চোখের সমস্যায় ভুগছেন সাকিব আল হাসান। বিপিএল শুরুর আগে চিকিৎসা করাতে লন্ডনও পাড়ি জমিয়েছিলেন তিনি। সেখান থেকে ফিরে এসে রংপুর রাইডার্সের হয়ে একটি ম্যাচও খেলেন তিনি।

কিন্তু চোখের সমস্যা না কমায় ফের ডাক্তারের শরণাপন্ন হন জাতীয় দলের এই অধিনায়ক। রংপুরের প্রথম ম্যাচ খেলেই সিঙ্গাপুরে পাড়ি জমান তিনি। সেখানে চিকিৎসা নিয়ে ফের দেশে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। দেশে ফিরেই বিপিএলের দল রনহপুরে যোগ দিচ্ছেন তিনি। আজ সন্ধ্যায় তিনি সিলেট যাবেন বলে জানা গেছে।

বিপিএলের সিলেট পর্বের প্রথম দিনে আগামীকাল খুলনা টাইটাইন্সের বিপক্ষে মাঠে নামবে রংপুর। জানা গেছে নিজ দলের হয়ে এ দিন মাঠে নামবেন টাইগার অধিনায়ক।

এদিকে সাকিবের চোখের চিকিৎসার ব্যাপারে গতকাল এক বিবৃতি দিয়েছিল বিসিবি। সেখানে বলা হয়, ‘সাকিব বাম চোখের সূক্ষ্ম সমস্যায় ভুগছেন। বাংলাদেশ ও বিদেশের চক্ষু বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করার পর ও একাধিক পরীক্ষা-নিরীক্ষার পর তার চোখে এক্সট্রাফোভাল সেন্ট্রাল সেরাস কোরিওরেটিনোপ্যাথি (সিএসআর) রোগের সংক্রমণ পাওয়া গেছে। আপাতত তার সমস্যা পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তবে সাকিব সেরে ওঠার ব্যাপারে বিসিবি আশাব্দী জানিয়ে আরও বলা হয়, ‘সিএসআর এমন একটি অবস্থা, যা চোখের রেটিনাকে প্রভাবিত করে। এটি চোখের দৃষ্টিশক্তিতে ব্যাঘাত ঘটায়। সাকিবের ব্যাপারটি মেডিক্যাল দল গভীরভাবে পর্যবেক্ষণ করবে এবং কার্যকরভাবে এই ব্যাপারে ব্যবস্থা নেবে। এর মাধ্যমে সমস্যা সমাধানেও আশাবাদী চিকিৎকরা।’