স্পোর্টস ডেস্ক
২৪ জানুয়ারি ২০২৪, ০৮:০০ পিএম
আগামীকাল থেকে শুরু হচ্ছে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্টে কাল হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল। তবে ইংলিশদের বিপক্ষে এই ম্যাচে ভারতীয় দলে থাকছেন না বিরাট কোহলি।
প্রথম টেস্টের মত ইংল্যান্ডের বিপক্ষে ভারতের দ্বিতীয় টেস্টেও দলে থাকবেন না কোহলি। বিশ্বসেরা এই ব্যাটারকে নিয়েই ইংল্যান্ড সিরিজের দল ঘোষণা করেছিল ভারতীয় টিম ম্যানেজম্যান্ট।
তবে কদিন আগে ব্যক্তিগত কারণে এই সিরিজের প্রথম দুই টেস্ট থেকে নাম প্রত্যাহার করে নেন কোহলি। প্রথম দুই টেস্ট না খেলার বিষয়ে অধিনায়ক রোহিত শর্মা, দলের নির্বাচক এবং টিম ম্যানেজম্যান্টের সঙ্গেও কথা বলেছেন বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

এদিকে কোহলির বদলে প্রথম দুই টেস্টের দলে নতুন কাউকে ডাকা হবে বলে জানিয়েছিল বিসিসিআই। অবশেষে কোহলির বিকল্প হিসেবে প্রথম দুই টেস্টের জন্য দলে ডাক পেয়েছেন রজত পাতিদার।
রজত আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরোর হয়ে খেলেন। মঙ্গলবার হায়দ্রাবাদে দলের সঙ্গে যোগ দিয়েছেন রজত। তবে দলে ডাক পেলেও প্রথম টেস্টের একাদশে তিনি ডাক পাবেন কিনা সে নিশ্চয়তা নেই।