স্পোর্টস ডেস্ক
১৬ জানুয়ারি ২০২৪, ০৩:০১ পিএম
বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের বিপক্ষে ম্যাচের পর থেকেই ফুটবল জগতে নতুন করে এক আলোচনা শুরু হয়েছে। সেই সঙ্গে ডালপালা মেলছে জল্পনা-কল্পনা আর নানা রকমের গুঞ্জণ। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মারাকানার ম্যাচটি সমর্থকদের দাঙ্গা এবং পুলিশের লাঠিপেটার কারণেই বিতর্ক সৃষ্টি করেছিল। পরে খেলা মাঠে গড়ালে ম্যাচটি জিতে নেয় আলবিসেলেস্তেরা। তবে ম্যাচ শেষে অনেকটা বিনা মেঘে বজ্রপাতের মতই আসে লিওনেল মেসিদের কোচ লিওনেল স্কালোনির পদত্যাগের ইঙ্গিত।
এরই মাঝে গুঞ্জন চড়া হয় রিয়াল মাদ্রিদে যাচ্ছেন আর্জেন্টাইন এই কোচ, প্রাথমিক আলাপ শুরু হয়ে গেছে। এবার সব জল্পনা পরিষ্কার করলে দেশটির স্থানীয় গণমাধ্যম মুন্ডো আলবিসেলেস্তে। দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিলেও আর্জেন্টিনার ডাগ আউটেই থেকে যাচ্ছেন লিওনেল স্কালোনি। কোপা আমেরিকা পর্যন্ত তার অধীনেই দল থাকছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যমগুলো।
চীনে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের সভাপতি ক্লাদিও তাপিয়ার সাথে বৈঠকের পর নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেন স্কালোনি। তবে ফেডারেশন থেকে এখনও আসেনি কোনো আনুষ্ঠানিক ঘোষণা।
আর্জেন্টিনার কোচ হিসেবে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই। গত নভেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলকে হারানোর পর তৈরি হয় ধোঁয়াশা। ২০১৮ সালে দায়িত্ব গ্রহণের পর দীর্ঘ সময়ের অবসান ঘটিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ শিরোপা এনে দেন লিওনেল স্কালোনি।