স্পোর্টস ডেস্ক
০৩ জানুয়ারি ২০২৪, ১২:৩০ পিএম
ভারতের মাটিতে বিশ্বকাপে ব্যর্থতার পর সাদা পোশাকের ক্রিকেটেও সুবিধা করে ওঠতে পারেনি পাকিস্তান। অস্ট্রেলিয়া সফরে তিন টেস্ট সিরিজের প্রথম দুইটিতে হেরেই সিরিজ খুইয়েছে শান মাসুদের দল। আজ মুখমুখি তৃতীয় এবং শেষ ম্যাচে ধবলধোলাই এড়ানোর লক্ষ্যে। তবে অজিদের বিপক্ষে এই ম্যাচে দলে রাখা হয়নি শান মাসুদের দলের পেস আক্রমণের মূল ভরসা শাহিন আফ্রিদিকে। এতেই খেপেছেন দেশটির সাবেক দুই কিংবদন্তি ক্রিকেটার।
অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজের প্রথম ম্যাচে পার্থে বল হাতে খুব একতা আলো ছড়াতে পারেননি শাহিন, পেয়েছিলেন দুই উইকেট। এরপর মেলবোর্নেই যেন তিনি ফিরে পান নিজেকে। প্রথম ইনিংসে দুই উইকেটের পর দ্বিতীয় ইনিংসেও ঝুলিতে পুড়েন আরও ৪ চার উইকেট।
আরও পড়ুন- ফের দুঃসংবাদ পেল পাকিস্তান
আরও পড়ুন- ওয়ার্নারের বিদায়ী টেস্টের প্রথম দিনেই চাপে পাকিস্তান
তবে ফর্মে থাকা এই পেসারকে সিডনি টেস্টের দলে রাখেনি টিম ম্যানেজম্যান্ট। অজিদের বিপক্ষে সাদা পোশাকের এই সিরিজের পরই নিজিল্যান্ড সফরে যাবে পাকিস্তান। সেখানে পাঁচটি টি-টোয়েন্টি খেলবেন বাবড় আজমরা। কিউইদের বিপক্ষে এই সিরিজ দিয়েই সংক্ষিপ্ত ফরম্যাটে অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করবেন শাহিন। এ কারণেই সিডনিতে বিশ্রাম দেয়া হয়েছে এই পেসারকে।
তবে শাহিনের বিশ্রামে যাওয়া মেনে নিতে পারছেন না ওয়াসিম আকরাম। ফক্স ক্রিকেটকে তিনি বলেন, ‘এই সিরিজের পরই নিউজিল্যান্ডে পাঁচটি টি-টোয়েন্টি আছে, শাহিন সেখানে অধিনায়ক। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটকে কে পরোয়া করে? আমি বুঝি, এটা বিনোদনের জন্য, বোর্ড, খেলোয়াড়দের আর্থিক লাভের জন্য, কিন্তু ক্রিকেটারদের বুঝতে হবে, টেস্ট ক্রিকেটটাই আসল। এটা ম্যানেজমেন্টের বিষয় নয়, এটা শাহিনের সিদ্ধান্ত।’
টি-টোয়েন্টির কথা কেউ মনে রাখে না উল্লেখ করে আকরাম বলেন, ‘আমরা ২০ বছর আগের সিডনি টেস্ট নিয়ে কথা বলি, কিন্তু কেউ মনে রাখে না গত রাতে টি-টোয়েন্টিতে কী হয়েছে। এটাই পার্থক্য। তাদের বুঝতে হবে, শিখতে হবে, তারা ক্রিকেটের কিংবদন্তি হতে চায় নাকি মিলিয়নিয়ার? আপনি একটু মাথা খাটালে একসঙ্গে দুটোই হতে পারবেন।’
আকরামের সঙ্গে তাল মিলিয়েছেন আরেক কিংবদন্তি ওয়াকার ইউনিসও। তিনি বলেন, ‘এটা আমাকে অবাক করেছে। কারণ, আমি ওকে এই টেস্টে প্রত্যাশা করেছিলাম। গত টেস্টে ওকে ভালো মনে হয়েছে। পুরোনো শাহিন আফ্রিদির মতো মনে হয়েছে, সুইং পেয়েছে, গতিও বাড়ছিল।’