images

স্পোর্টস / ফুটবল

২০২৪ কোপা আমেরিকার সময়সূচি

স্পোর্টস ডেস্ক

০৮ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৮ পিএম

আগামী বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার ৪৮ তম আসর। এর আগে আজ অনুষ্ঠিত হয়েছে আসন্ন এ আসরকে সামনে রেখে টুর্নামেন্টের ড্র। যেখানে কঠিন প্রতিপক্ষই পেয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার মিশনে লিওনেল মেসিদের লড়তে হবে গ্রুপ অফ ডেথে। আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামিতে অনুষ্ঠিত হয়েছে লাতিন ফুটবলের ঐতিহ্যবাহী প্রতিযোগীতাটির ড্র।  

ঘোষিত ড্র অনুযায়ী, ২০২৪ সালের কোপা আমেরিকার আসর চলবে ২৬ দিন। যেখানে গ্রুপ পর্বের লড়াই শুরু হবে ২০ জুন এবং তা চলবে ২ জুলাই পর্যন্ত। আসরের উদ্বোধনী ম্যাচ খেলবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। 

গ্রুপ ‘এ’র দল: আর্জেন্টিনা, পেরু, চিলি, প্লেঅফ বিজয়ী (১) 

গ্রুপ 'বি' র দল:  মেক্সিকো, ইকুয়েডর, ভেনিজুয়েলা, জ্যামাইকা

গ্রুপ 'সি'র দল: যুক্তরাষ্ট্র, উরুগুয়ে, পানামা, বলিভিয়া

গ্রুপ 'ডি'র দল: ব্রাজিল, কলম্বিয়া, প্যারাগুয়ে, প্লেঅফ বিজয়ী (২)।

এক নজরে ২০২৪ কোপা আমেরিকার সময়সূচি: 

copa_fixture

copa_fix_2

কোয়ার্টার ফাইনাল শুরু হবে ৪ জুলাই থেকে। সেমিফাইনাল ৯ ও ১০ জুলাই। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ১৩ জুলাই। মেগা ফাইনাল হবে ১৪ জুলাই।