images

স্পোর্টস / ফুটবল

প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে বাংলাদেশ

০৪ ডিসেম্বর ২০২৩, ০৩:৫০ পিএম

দুইটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ সিরিজের প্রথমটিতে র‍্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়ে থাকা সিঙ্গাপুরকে ঘরের মাঠে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ সিরিজ জয়ের মিশনে কমলাপুর স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে সাবিনারা। যেখানে ম্যাচের প্রথমার্ধে স্বাগতিকদের জালে ৩-০ গোলের উৎসব করে বিরতিতে যায় টাইগ্রেসরা।

ঘরের মাঠে বাংলাদেশে মেয়েরা প্রথম থেকেই আক্রমণাত্মক খেলে স্বাগতিকদের বিপক্ষে। যার সুবাদে ম্যাচের ১৬ মিনিটে বাংলাদেশকে এগিয়ে নেয় প্রথম ম্যাচে জোড়া গোল করা তহুরা। সাবিনা খাতুনের নেওয়া ফ্রি-কিক থেকে বল পান আরিফা। তার কাছ থেকে মাসুরা বল পেয়ে বল বাড়ান ফাঁকায় দাঁড়ানো তহুরার কাছে। হেডে সিঙ্গাপুরের গোলরক্ষককে পরাস্ত করতে খুব একটা বেগ পেতে হয়নি তহুরাকে।

লিড নিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে আরো চড়া হন বাংলাদেশের মেয়েরা। ফলে প্রথম গোলের পর দ্বিতীয় গোল পেতেও বেশি অপেক্ষা করতে হয়নি। এবার সাবিনা খাতুনের নেওয়া কর্নার থেকে জটলায় বল পায় বাংলাদেশ। বল পেয়ে গোল করেন ঋতূপর্ণা চাকমা।

এদিকে গোলের সামনে ক্ষুরধার তহুরা এক গোলেই খুশি থাকেননি। ২৪ মিনিটে আরও একবার সিঙ্গাপুরের জালে বল জড়ান তহুরা। এবার সতীর্থের বাড়ানো বলে সিঙ্গাপুরের এক ফুটবলার ও গোলরক্ষকের বাধা এগিয়ে গোল করেন তিনি। প্রথমার্ধের বাকি সময় আরো কিছু আক্রমণ করে বাংলাদেশের মেয়েরা, তবে গোলের দেখা পাইনি সাবিনা-তাহুরারা। 

শেষ পর্যন্ত প্রথমার্ধের বাকি সময় দুই দলের কেউ আর গোলের দেখা না পেলে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশের মেয়েরা।