images

স্পোর্টস / ক্রিকেট

ভারত সিরিজে দল থেকে বাদ পড়লেন বাভুমা

স্পোর্টস ডেস্ক

০৪ ডিসেম্বর ২০২৩, ০৩:২৬ পিএম

ভারতের আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের জন্য কিছুদিন আগে দল ঘোষণা করেছিল বিসিসিআই। তিন ফরম্যাটের সিরিজের জন্য তিনটি আলাদা অধিনায়কের নাম ঘোষণা করেছে ভারীয় ক্রিকেট বোর্ড। সাদা বলের খেলায় বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে। এমন পরিস্থিতিতে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব করবেন সূর্যকুমার যাদব, আর ওয়ানডে দলের অধিনায়ক হবেন কেএল রাহুল। আর টেস্ট দলের অধিনায়কত্ব রোহিত শর্মার কাঁধে। এদিকে ঘরের মাঠে সিরিজকে সামনে রেখে তিন ফরম্যাটের দল ঘোষণা করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা। যেখানে রঙিন পোশাকের দল থেকে বাদ পড়েছেন টেম্বা বাভুমা। 

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে জায়গা হয়নি প্রোটিয়া অধিনায়কের। তার পরিবর্তে ওয়ানডেতে নেতৃত্ব দেবেন এইডেন মারক্রাম। এক বিবৃতিতে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড তাদের তিন ফরম্যাটের সিরিজের জন্যই দল ঘোষণা করে। যেখানে টেস্ট দলের অধিনায়ক হিসেবে রয়েছেন বাভুমা। 

মূলত সাদা বলের দুটি সিরিজে বাভুমাকে বিশ্রাম দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রোটিয়া ক্রিকেট বোর্ড। তাঁর সঙ্গে বিশ্রামে রাখা হয়েছে পেসার কাগিসো রাবাদাকে।

আগামী ১০ ডিসেম্বর টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে ভারতের দক্ষিণ আফ্রিকা সফর। ওয়ানডে সিরিজটি হবে ১৭, ১৯ ও ২১ ডিসেম্বরে। এরপর ২৬ ডিসেম্বর থেকে প্রথম টেস্ট ও ০৩ জানুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

টেস্ট স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহ্যাম, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোতসিয়া, টনি ডে জর্জি, ডিন এলগার, মার্কো ইয়ানসেন, কেশভ মহারাজ, এইডেন মারক্রাম, ভিয়ান মুল্ডার, লুঙ্গি এনগিদি, কিগান পিটারসেন, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস, কাইল ভেরাইনা।

টি-টোয়েন্টি স্কোয়াড: এইডেন মারক্রাম (অধিনায়ক), ওত্নিয়েল বার্তমান, ম্যাথু ব্রিসকি, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোতসিয়া, ডোনোভান ফেরেইরা, রিজা হেনড্রিকস, মার্কো ইয়ানসেন, হাইনরিখ ক্লাসেন, কেশভ মহারাজ, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, আন্দিলে ফেলুকায়ো, তাবরাইজ শামসি, ট্রিস্টান স্টাবস, লিজাড উইলিয়ামস।  

ওয়ানডে স্কোয়াড: এইডেন মারক্রাম (অধিনায়ক), ওত্নিয়েল বার্তমান, নান্দ্রে বার্গার, টনি ডে জর্জি, রিজা হেনড্রিকস, হাইনরিখ ক্লাসেন, কেশভ মহারাজ, মিহ্লালি মুপংওয়ানা, ডেভিড মিলার, ভিয়ান মুল্ডার, আন্দিলে ফেলুকায়ো, তাবরাইজ শামসি, রাসি ফন ডার ডুসেন, কাইল ভেরাইনা, লিজাড উইলিয়ামস।