স্পোর্টস ডেস্ক
০১ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৮ পিএম
সিলেট টেস্টের চতুর্থ দিনের খেলা শেষ হয়েছে আজ। নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত এক শতকে নিউজিল্যান্ডকে ৩৩২ রানের লক্ষ্য বেঁধে দেয় টাইগাররা। সে লক্ষ্য তাড়া করতে নেমে কিউইরা পড়েছে ব্যাটিং বিপর্যয়ে। তাইজুল ইসলাম-মেহেদি মিরাজদের তোপে সফরকারীরা দিন শেষ করেছে ৭ উইকেট হারিয়ে ১১৩ রানে। আগামীকাল পঞ্চম এবং শেষ দিনে জয়ের জন্য তাদের দরকার ২১৯ রান। দ্রুত উইকেট হারিয়ে বেকায়দায় পড়লেও এখনও ঘুরে দাঁড়ানোর আশায় আছে সাদা পোশাকের সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।
মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডকে তাদের ঘরের মাটিতে টেস্টে হারানোর পর এবার কিউইদের বিপক্ষে সাদা পোশাকে নিজেদের মাটিতে জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ। কাল শেষ দিনে তিন উইকেট তুলে নিতে পারলেই আরও এক স্মরণীয় জয় পাবে টাইগাররা।
এদিকে ম্যাচে হার এড়াতে হলে অসাধ্যই সাধন করতে হবে কিউইদের। জয় না হোক, ড্র করতে হলেও সিলেটের পিচে তিন উইকেট হাতে রেখে সারাদিন পার করতে হবে। তবে এমন অবস্থায়ও হাল ছাড়ছে না সফরকারীরা। আজ চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে এসে এমনটাই জানিয়েছেন কিউই দলের এজাজ প্যাটেল।
তিনি বলেন, 'অবশ্যই, আরো কিছু ব্যাটিং বাকি আছে। মিচেল এখনো আছে, যে কিনা আজ খুব ভালো ব্যাট করেছে। আমরা জানি ইশ ব্যাট হাতে কতটা ভালো। আমার মনে হয় পুরোটা সময় লড়াই চালিয়ে যাব। কাল খুব আকর্ষণীয় দিন হতে যাচ্ছে। আমরা ঘুরে দাঁড়িয়ে লড়াই চালাব, দেখা যাক কি হয়।'
তিনি আরও বলেন, 'সকালের দিকে উইকেটে তেমন কিছু ছিলো না। বেলা বাড়তে কিছুটা শুস্ক হয় এবং স্পিন ধরতে শুরু করে। পঞ্চম দিনে কেমন আচরণ করে উইকেট দেখার বিষয়। আরেকটা বিষয় হচ্ছে নতুন বলে কিছু না কিছু হচ্ছিলো। বল পুরনো হলে নরম হয়ে যাচ্ছিলো, তখন এত বিষাক্ত হচ্ছিলো না।'
বাংলাদেশের বোলারদের কৃতিত্ব দিয়ে এজাজ বলেন, 'এটা খারাপ উইকেট না। আমার মনে হয় তাদের বোলাররা শৃঙ্খলা মেনে বল করেছে, ভালো জায়গায় বল ফেলেছে। আমাদেরকে কঠিন প্রশ্নের মধ্যে ফেলেছে লম্বা সময় ধরে। উপমহাদেশে স্পিন খেলা সব সময় চ্যালেঞ্জের।'