images

স্পোর্টস / ক্রিকেট

সৌম্য খারাপ ফর্মে নেই: বাশার

স্পোর্টস ডেস্ক

০১ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৬ পিএম

ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার পর ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। সাদা পোশাকের এই সিরিজ শেষে কিউইদের আতিথ্য নিতে দেশটিতে উড়াল দিবে টাইগাররা। সেখানে ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে সমান তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে লাল-সবুজের দল। আসন্ন এই সফরকে সামনে রেখে কাল দলও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আর চমক হিসেবে এই দলে জায়গা পেয়েছেন সৌম্য সরকার।

বিশ্বকাপের আগে ঘরের মাটিতে ওয়ানডে সিরিজ দিয়ে ফের বাংলাদেশের জার্সিতে প্রত্যাবর্তন করেন সৌম্য সরকার। তবে ফিরলেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। যে এক ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন সে ম্যাচে রান করেই সাজঘরে ফিরেছিলেন। এরপর আসন্ন সিরিজকে সামনে রেখে ফের দলে জায়গা পেয়েছেন তিনি।

সৌম্যকে দলে নেয়ার বিষয়ে গতকাল ব্যাখ্যা দিয়েছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তিনি বলেন, ‘নিউজিল্যান্ডে সৌম্যের রেকর্ড ভালো। ২০১৫ বিশ্বকাপে ভালো করেছে। ওখানে টেস্টে ওর সেঞ্চুরিও আছে।’ আজ আরেক নির্বাচক হাবুবুল বাশার সুমনও বলেছেন একই রকম কথা।

সৌম্যকে দলে নেয়ার বিষয়ে আজ সিলেটে বাশার বলেন, ‘এবার আসলে আমাদের কিছু জোরপূর্বক পরিবর্তন করতে হয়েছে। মাহমুদউল্লাহ নেই, সাকিব আল হাসানকে পাওয়া যাচ্ছে না, আমাদের অভিজ্ঞ ক্রিকেটারের সংখ্যা কমে গেছে। নিউজিল্যান্ড সফর আমাদের জন্য সব সময়ই একটু কঠিন হয়। সেখানে আমরা সাধারণত অনেক স্ট্রাগল করি। এখন নতুন কাউকে দেখার থেকে আমাদের মনে হয়েছে, এমন কাউকে নিই, যে এই কন্ডিশনে আগে খেলেছে।’

নিউজিল্যান্ড সফরে সৌম্যর অলরাউন্ডার ভূমিকাও অবদান রেখেছে বলে জানিয়েছেন সুমন। তিনি আরও বলেন, ‘যদি কেউ পারফর্ম করে, তাহলে তাকে কিন্তু দলে নেওয়া হয়। তবে আমরা যখন দল করি, কিছু ব্যাপার বিবেচনায় আনি অবশ্যই। শুধু পারফরম্যান্স নয়, পারিপার্শ্বিকতা দেখতে হয় আমাদের। অতীত ও ভবিষ্যৎ ভাবতে হয়। সে ক্ষেত্রে যারা একটু অভিজ্ঞ ক্রিকেটার, তারা মোটামুটি পারফর্ম করলে অন্যদের সুযোগ বেশি থাকে। কারণ, আমাদের কাছে মনে হয়, একদম নতুন কাউকে নেওয়ার চেয়ে… সৌম্য একদমই খারাপ ফর্মে নেই। এবার প্রথম শ্রেণিতে ভালোই ব্যাটিং করেছে।’

সেই সাথে এ দিন আসন্ন সফর থেকে নাসুম আহমেদের বাদ নিয়েও কথা বলেন। বাশার বলেন, ‘নাসুম তো সাদা বলে নিয়মিত খেলছিল। তাকে আমরা দেখেছি অনেক। নাসুম যে খুব খারাপ করেছে, তা বলব না। তবে ওর কাছ থেকে আমরা যেটা চাচ্ছিলাম, উইকেট শিকার করা, সেটা সাম্প্রতিক সময়ে পাচ্ছিলাম না। হ্যাঁ, ওকে একটা ভূমিকা পালন করতে বলা হয়েছিল, আক্রমণ করার চেয়ে একটু রান বাঁচানো।’