৩০ নভেম্বর ২০২৩, ০৭:০৩ পিএম
গত বছর হালনাগাদকৃত ক্রিকেটীয় আইন অনুসারে, বলে লালা ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল। মহামারী করোনাভাইরাস বিশ্বজুড়ে হানা দেওয়ার পর সুরক্ষার স্বার্থে এই আইন করেছিল আইসিসি। তবে চলমান সিলেট টেস্টের তৃতীয় দিনে এই আইন ভেঙেছেন নিউজল্যান্ডের স্পিনার গ্লেন ফিলিপস।
কেবল একবার নয়, দুইবার এমন নিয়ম ভাঙেন ফিলিপস। ঘটনাটি ঘটে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ৩৪ তম ওভারে। একাধিকবার বলে লালা ব্যবহার করেন ফিলিপস, যা সম্প্রচার ক্যামেরায় ধরা পড়ে যায়।
কাজটি আইনবিরুদ্ধ হলেও এই ইস্যুতে অনফিড আম্পায়াররা কোনরূপ ব্যবস্থা নেয়নি। এদিকে ফিলিপসের লালা ব্যবহার নিয়ে সংবাদ সম্মেলনে মুমিনুল বলেন, ‘আমি দেখিনি।’ তবে বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবাল নিশ্চিত করেছেন তাঁরা এই বিষয়টি চতুর্থ আম্পায়ার বরাবর জানিয়েছেন।
শুধু তাই নয় চতুর্থ আম্পায়ার মাসুদুর রহমান মুকুলের কাছে অভিযোগও জানিয়েছেন তিনি। এরপর মুমিনুল বলেন ‘তাহলে এটা বড় ইস্যু।’
অন্যদিকে আইসিসির বরাত দিয়ে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো লিখেছে, ‘মাঠের ভেতরের ঘটনাগুলো সামলানো ম্যাচ অফিশিয়ালদের ওপর নির্ভর করে এবং আমরা এসব ব্যাপারে বিবৃতি দিই না।'
আন্তর্জাতিক ক্রিকেটে লালা ব্যবহারের শেষ ঘটনাটি ছিল গত বছরের নভেম্বরে। সংযুক্ত আরব আমিরাতের আলিশান শরাফু বলে লালা মাখিয়েছিলেন। ওই ঘটনার শাস্তি হিসেবে নেপালের দলীয় সংগ্রহে অতিরিক্ত ৫ রান যোগ হয়েছিল।