স্পোর্টস ডেস্ক
৩০ নভেম্বর ২০২৩, ০৮:১৭ এএম
চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে জায়গা নিশ্চিতের লড়াইয়ে কাল গালাতাসারাইয়ের বিপক্ষে মাঠে নেমেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথম লেগে ঘরের মাঠে ৩-২ গোলে পরাজিত হওয়া রেড ডেভিলদের জন্য ফিরতি লেগের এই ম্যাচে জয় ছিল খুবই গুরুত্বপূর্ণ। সে লক্ষ্যে খেলে কয়েকবার ম্যাচে এগিয়েও গিয়েছিল এরিক টেন হাগের শিষ্যরা। কিন্তু শেষ পর্যন্ত ম্যানইউ গোলরক্ষক আন্দ্রে ওনানার ভুলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটিকে।
চ্যাম্পিয়ন্স লিগের ‘এ’ গ্রুপের ম্যাচে গালাতাসারাইয়ের মাঠে খেলতে নেমে কাল শুরুতে এগিয়ে গিয়েছিল ইউনাইটেডই। কদিন আগেই ওভারহেডে চোখ ধাঁধানো এক গোল করে শোরগোল ফেলে দেয়া আর্জেন্টাইন তরুণ তারকা আলেহান্দ্রো গার্নাচোই কালও এগিয়ে দেন দলকে। ১১ মিনিটে বক্সের ভেতরে ব্রুনো ফার্নান্দেজের কাছে থেকে বল পান তিনি। পরে দারুণ এক কোনাকোনি শটে লক্ষ্যভেদ করেন ক্রিশ্চিয়ানো রোনালদোকে আদর্শ মানা এই ফুটবলার। ফলে শুরুতেই এক গোলের লিড পেয়ে যায় টেন হাগের দল।
আরও পড়ুন- আর্জেন্টিনা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত বদলালেন স্কালোনি
আরও পড়ুন- এমএলএসের সেরা একাদশে নেই মেসি
এদিকে এক গোলে এগিয়ে থাকা ইউনাইটেডের হয়ে কিছুক্ষণ পরই ব্যবধান দ্বিগুণ করেন ফার্নান্দেজ। ১৮ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শট নেন তিনি যা ফেরানোর সাধ্য ছিল না গালাতাসারাইয়ের গোলরক্ষকের। ফলে ২-০ গোলে এগিয়ে যায় ইউনাইটেড। তবে ১৮ মিনিটেই দুই গোলের লিড নেয়া ইউনাইটেডই কাল শেষ পর্যন্ত মাঠ ছেড়েছে ৩-৩ গোলের ড্র নিয়ে।
ম্যাচের ২৮ মিনিটে ফ্রি কিক পায় গালাতাসারাই। আর ২৫ গজ দূরে থেকে শট নিয়ে ইউনাইটেডের জালে প্রথম লক্ষ্যভেদ করেন মরক্কোর ফুটবল তারকা হাকিম জিয়েশ। তবে ওনানা চাইলে এই গোলটি সেভ করতে পারতেন বলেই মনে করছেন বিশ্লেষক এবং ভক্তরা। তবে ক্যামেরুনের এই গোলরক্ষক আসল ভুলটি করেছেন দ্বিতীয়ার্ধে।
২-১ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করা ইউনাইটেডকে ম্যাচের ৫৫ মিনিটে ফের এগিয়ে দেন স্কট ম্যাকটমিনে। তবে দুই গোলের লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি রেড ডেভিলরা। ৬২ মিনিটে ফের ফ্রি কিক পায় গালাতাসারাই। আর অনেকটা একই জায়গা থেকে ফের ফ্রি কিক নেন জিয়েশ। তার নেয়া এই শট ফেরাতে গিয়ে উল্টো নিজেদের জালেই জড়িয়ে ফেলেন ওনানা। ফলে আবার ব্যবধান কমায় স্বাগতিকরা।
এরপর ম্যাচের ৭১ মিনিটে আরও এক গোলের দেখা পায় গালাতাসারাই। এবার দলকে এগিয়ে দেন আকতারকোগলু। তবে কয়েকবার এগিয়ে থাকা ম্যানইউ শেষ পর্যন্ত আর গোলের দেখা পায়নি। ফলে মাঠ ছাড়তে হয় ড্র নিয়েই।
এই ড্রয়ে নক আউট পর্ব নিশ্চিত করা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে ইউনাইটেডের জন্য। ৫ ম্যাচ খেলার পর রেড ডেভিলদের পয়েন্ট এখন ৪ যেখানে গালাতাসারাইয়ের পয়েন্ট ৫। অন্যদিকে সবার আগে শেষ ষোলো নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ। এই গ্রুপ থেকে আর কোন দল বায়ার্নের সাথে যায় পরের রাউন্ডে তাই দেখার জন্য এখন মুহিয়ে আছে ফুটবল সমর্থকরা।