images

স্পোর্টস / ক্রিকেট

বিদায় বেলায় শিষ্যদের সাফল্যে আনন্দে ভাসছেন হেরাথ

২৯ নভেম্বর ২০২৩, ০৭:০০ পিএম

সিলেটে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টের দ্বিতীয় দিনে ভালো মন্দের মিশেলে খেলেছে বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট পেলেও প্রথম দুই সেশনে তেমন একটা দাপট দেখাতে পারেনি নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ। তৃতীয় দিন শেষে কেন উইলিয়ামসের অসাধারণ সেঞ্চুরির পরও দ্বিতীয় দিন শেষে কিউইদের সংগ্রহ ৮ উইকেটে ২৬৬ রান। ফলে দিনশেষে স্বাগতিকদের চেয়ে প্রথম ইনিংসে ৪৪ রানে পিছিয়ে আছে কিউইরা। এদিকে আজকের দিন দিয়ে বাংলাদেশ ক্রিকেটে স্পিনারদের কোচ রঙ্গনা হেরাথের অধ্যায় শেষ।

আজ সিলেট টেস্টের দ্বিতীয় দিনে শিষ্যদের পারফরম্যান্স নিয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এলেন স্পিনারদের গুরু রঙ্গনা হেরাথ। সংবাদ সম্মেলনে এসে তিনি সবচেয়ে বেশি সময় প্রশংসায় ভাসালেন অভিজ্ঞ তাইজুল ইসলামকে। তবে হেরাথের আছে আক্ষেপও, আরও কেন প্রভাব ফেলতে পারল না দলের স্পিনাররা। নাইম হাসানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছেন কিংবদন্তি হেরাথ।  

শেষ বিকালের রোমাঞ্চে সিলেট টেস্টের নিয়ন্ত্রণ নিল বাংলাদেশ। দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশের স্পিন বোলিং কোচ বলেন, ‘সব মিলে স্পিনাররা ভালোই করেছে। তবে আমরা আরও চাপ সৃষ্টি করতে পারতাম। আমরা ৮ উইকেট শিকার করেছি, সে হিসেবে দিনটা ভালোই। তাইজুল আমাদের লিডিং স্পিনার। অনেক দিন ধরেই সে আমাদের জন্য লড়ছে। সে চাপ সৃষ্টি করে, ভালো করতে মরিয়া হয়ে থাকে। এভাবেই আজ ৪ উইকেট পেয়েছে। উইকেট অনুযায়ী বল করে। আমি তার বোলিং নিয়ে খুশি।’

বিদায় বেলায় কিছুটা আবেগতাড়িত হেরাথ বললেন, ‘বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছেন অনেক অনেক অভিজ্ঞতা।’ দিনশেষে তার মেজাজটাও ছিলো ভালো। কারণ ছাত্ররা নিজেদের কাজটা করেছেন ঠিকঠাক ভাবেই।
 
নাইমকে নিয়ে স্পিন কোচ হেরাথের মূল্যায়ন, ‘নাইম কয়েক বছর পর খেলছে। যে খেলোয়াড় দলে ছিল না সে এসে এত ভালো করছে, এটাই গুরুত্বপূর্ণ। সে ভালো চাপ তৈরি করেছিল। ভালো লাইন লেন্থে বল করেছে, আত্মবিশ্বাসীও ছিল। সে বাংলাদেশের ক্রিকেটে ভালো এক সম্ভাবনা।’

তাইজুলেই হেরাথের আস্থা, ‘সাকিব খেলছে না, তবে তাইজুল বড় এক ভূমিকা পালন করছে। সে একইসাথে আক্রমণাত্মক এবং রক্ষণাত্মক। সে সবময় লাইন লেন্থের উপর নির্ভর করে। সেটাই ধরে রাখতে হবে।’

গেল কিছুদিন ধরেই বাংলাদেশের পেস বোলিং ডিপার্টমেন্টের উন্নতি চোখে পড়ার মতো। সেখান থেকে আবারো ঘরের মাঠে হাথুরুসিংহের পুরনো কৌশল  এক পেসার নীতিতে ফিরেছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে হেরাথের উত্তর, কন্ডিশন ডিমান্ড। সংবাদ সম্মেলন কক্ষ ছাড়ার আগে জানালেন, ‘ম্যাচটা জেতা সম্ভব।’