images

স্পোর্টস

নির্বাচনী এলাকার পথে সাকিব

স্পোর্টস ডেস্ক

২৯ নভেম্বর ২০২৩, ১১:০১ এএম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তোড়জোড় শুরু হয়েছে ইতিমধ্যেই। আর নির্বাচন নিয়ে এবার ক্রিকেটাঙ্গণেও চলছে জোর আলোচনা। কেননা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান আছেন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার দৌড়ে। আওয়ামী লীগ থেকে টাইগার অলরাউন্ডারের প্রার্থীতা চূড়ান্ত হওয়ার পর আজ ঢাকা থেকে মাগুরার উদ্দেশ্যে বিশাল গাড়িবহর নিয়ে রওনা হয়েছেন তিনি।

বাংলাদেশ আওয়ামী লীগে থেকে মাগুরা-১ আসনে সংসদ সদস্য পদে লড়ার জন্য মনোনয়ন নিশ্চিত হয়েছে সাকিবের। এরপর আজ বুধাবার কেন্দ্রীয় শহিদ মিনার থেকে বিশাল গাড়িবহর নিয়ে তিনি রওনা হয়েছেন নিজ নির্বাচনী এলাকার উদ্দেশ্যে। বিশ্বসেরা অলরাউন্ডারের সাথে এ যাত্রায় আছেন ক্রিকেটার রনি তালুকদার এবং নাজমুল নাজমুল হোসেন অপু।

 

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাকিব মাগুরা-১, মাগুরা-২ এবং ঢাকা-১০ আসন থেকে আওয়ামী লিগের মনোনয়নপত্র সংগ্রহ করেন। কিন্তু শেষ পর্যন্ত তাকে মাগুরা-১ আসনে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত করে ক্ষমতাসীন দল। মনোনয়ন নিশ্চিতের পর আজই প্রথম নিজ জেলায় যাচ্ছেন টাইগার অধিনায়ক।

এদিকে সাকিব নিজের ভোটার এলাকা পরিবর্তনের জন্য আবেদন করেছেন বলেও জানা গেছে। ঢাকার বনানী ডিওএইচএস থেকে ভোটার টাইগার অধিনায়ক। কিন্তু প্রার্থীতা চূড়ান্ত হওয়ার পর এখন ভোটার ঠিকানা পরিবর্তন করে নিজ এলাকায় মাগুরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে নেওয়ার জন্য আবেদন করেছে তিনি।