images

স্পোর্টস / ফুটবল

আর্জেন্টিনার হৃদয় ভেঙে ফাইনালে জার্মানি

স্পোর্টস ডেস্ক

২৮ নভেম্বর ২০২৩, ০৬:০১ পিএম

ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত  অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে শেষ চারে উঠেছিল আর্জেন্টিনা। জুনিয়র মেসি খেতাব পাওয়া ক্লাদিও জেরেমিয়াস এচেভেরির দুর্দান্ত হ্যাটট্রিকে ব্রাজিলকে ৩-০ গোলে উড়িয়ে বিশ্বকাপের শেষ চার নিশ্চিত করে আলবিসেলেস্তে যুবারা। তবে আজ ফাইনালে উঠার লড়াইয়ে জার্মানির বিপক্ষে ট্রাইবেকারে আর্জেন্টাইনদের হৃদয় ভেঙেছে। মেসির উত্তরসূরিদের পেনাল্টি শুটআউটে ৪-২ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে জার্মানি। 

ফাইনালে উঠার লড়াইয়ে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। প্রথমার্ধের নবম মিনিটেই আর্জেন্টিনার জালে প্রথম বল জড়ান জার্মান ফরোয়ার্ড ব্রান্নার। পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে মরিয়া আর্জেন্টনা ৩৬তম মিনিটে অগাস্টিন রুবার্তোর গোলে সমতা ফেরায়। বিরতিতে যাওয়ার আগে অতিরিক্ত যোগ করা সময়ে আলবিসেলেস্তেদের এগিয়ে নেন তরুণ তুর্কি সেই অগাস্টিন রুবার্তোই। ২-১ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে আর্জেন্টিনা।  

পিছিয়ে পড়া জার্মানি দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। যার সুফল তাদের এনে দেন দলের অ নিজের দ্বিতীয় গোল করে ফরোয়ার্ড ব্রান্নার। ম্যাচের ৫৮ মিনিটে সমতায় ফিরে জার্মানরা। 

পিছিয়ে থেকেও দারুণ গতিময় ফুটবল খেলে ৬৯ তম মিনিটে জার্মানিকে লিড এনে দেন ময়েরস্টেড। ৩-২ গোলে এগিয়ে থেকে ফাইনালের সুভাস পাচ্ছিল জার্মান যুবারা। তবে ম্যাচের শেষ দিকে যোগ করা অতিরিক্ত সময়ের সপ্তম মিনিটে আর্জেন্টিনাকে নিশ্চিত হার থেকে তুলে আনেন অগাস্টিন রুবার্তো। দলের তৃতীয় গোল করে পূরণ করেন নিজের হ্যাটট্রিক। ৩-৩ গোলে নির্ধারিত সময়ের খেলা শেষ হয়।  

arg_lost

ফিফার নিয়মানুযায়ী, বয়সভিত্তিক এই বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচে অতিরিক্ত সময় না থাকায় সরাসরি খেলা গড়ায় পেনাল্টি শুট আউটে। সেখানেই আর্জেন্টিনার হৃদয় ভেঙে পাঁচ শটের চারটিতে গোল করে ৪-২ ব্যবধানে ম্যাচ জিতে নেয় জার্মান যুবারা। 

এই জয়ে দ্বিতীয়বার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনালে উঠল জার্মানি। ফাইনালে ফ্রান্স অথবা মালিকে শিরোপার লড়াইয়ে পাবে জার্মানরা।