images

স্পোর্টস / ক্রিকেট

স্কালোনি যাবেন না কোপা আমেরিকার ড্র-তেও

স্পোর্টস ডেস্ক

২৫ নভেম্বর ২০২৩, ১২:৫১ পিএম

বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের বিপক্ষে ম্যাচ খেলতে গিয়েই যত ঝামেলায় পড়েছে আর্জেন্টিনা। সেদিন সেলেসাও সমর্থকদের সঙ্গে দাঙ্গায় জড়িয়েছে আলবিসেলেস্তে সমর্থকরা, পরে পুলিশের লাঠিপেটার শিকারও হয়েছে লিওনেল মেসিদের ভক্তরা। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে জয় পেলেও সেদিন চোটে পড়েছেন ফুটবল জাদুকর। আবার ম্যাচ শেষে আচমকাই দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনিও।

সেদিন ম্যাচ শেষে আচমকাই স্কালোনি গণমাধ্যমকে জানান, ‘আমি ভবিষ্যতে কি করবো না করবো তা নিয়ে আমাকে অনেক ভাবতে হবে। এই দল স্থায়ীভাবে যখন আপনাকে চায় তখন আপনার মাঝেও সর্বোচ্চ শক্তিটুকু জমা থাকতে হবে।’

 

তিনি আরও বলেন, ‘আমি এখনই বিদায় বলছি না, তবে সে সম্ভাবনা একেবারে কমও নয়।’ বর্তমান আলবিসেলেস্তে দলটির বেশ ভালো একজন প্রয়োজন জানিয়ে তিনি বলেন, ‘এই দলটির এমন একজন কোচের প্রয়োজন যার মাঝে সম্ভাব্য সব কিছুই আছে।’

এদিকে স্কালোনির এমন বক্তব্যের পরই সামনে এসেছে আরেক ইস্যু। আর্জেন্টাইন গণমাধ্যমে এসেছে বিশ্বজয়ী এই কোচের সঙ্গে দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে বিরোধের খবর। এ দুজনের মতানৈক্য বাজে অবস্থানে পৌঁছেছে বলেও বিভিন্ন প্রতিবেদনে জানা যায়।

তবে স্কালোনিকে কোচ হিসেবে রাখতে সম্ভাব্য সব চেষ্টাই আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের সভাপতি করবেন বলেও জানা গেছেবিভিন্ন প্রতিবেদনে। এদিকে দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিলেও সেটা কনে হবে তাও এখনো নিশ্চিত করেননি স্কালোনি।

এসবের মাঝেই আরেক ইস্যু এসে উপস্থিত হয়েছে আর্জেন্টিনা ফুটবলের সামনে। কদিন পরেই অনূষ্ঠিত হবে আসন্ন ২০২৪ কোপা আমেরিকার ড্র। এতে অংশগ্রহণকারী দলগুলোকে কোচ সহই উপস্থিত থাকতে হবে। তবে এই অনুষ্ঠানে স্কালোনি যাবেন না বলেই জানিয়েছে টিওয়াইসি স্পোর্টসের এক প্রতিবেদন।

এদিকে এখনো স্কালোনির সঙ্গে দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি ক্লদিও তাপিয়ার কোনো যোগাযোগ হয়নি। এ দুজনের আলাপ-আলোচনায় সঙ্কট নিরসন হলে তিনি ড্রতে যেতে পারেন বলেও উল্লেখ করা হয়েছে সে প্রতিবেদনে।