স্পোর্টস ডেস্ক
২৪ নভেম্বর ২০২৩, ০৩:৩৫ পিএম
কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে দীর্ঘ ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়েছে আর্জেন্টিনা। একই সঙ্গে পূর্ণতা পেয়েছে লিওনেল মেসির ক্যারিয়ার। আর আর্জেন্টাইনদের এই স্বপ্ন যাত্রায় মেসির সঙ্গে অন্যতম নায়ক হিসেবে ছিলেন আনহেল ডি মারিয়া। তবে আলবিসেলেস্তেদের চূড়ান্ত অর্জনের এই সারথীকে আর বেশিদিন দেখা যাবেনা জাতীয় দলের জার্সিতে।
কাতার বিশ্বকাপ জয়ের পর ডি মারিয়া জানিয়েছিলেন, বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে আরও কিছুদিন জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যেতে চান তিনি। তবে তা খুব বেশি দীর্ঘ হচ্ছে না। আর্জেন্টাইন এই তারকা জানিয়ে দিয়েছেন জাতীয় দলের জার্সি তুলে রাখার সময়। কবে অবসর নিবেন তা জানিয়ে নিজেই একটি পোস্ট দিয়েছেন ইন্সটাগ্রামে।
সেখানে একটি ছবি দিয়ে ডি মারিয়া লিখেন, ‘কোপা আমেরিকা হবে আর্জেন্টিনার জার্সিতে আমার শেষ টুর্নামেন্ট। হৃদয়ের গভীরের কষ্ট ও বিষাদ কণ্ঠে আমি আমার জীবনের সবচেয়ে সুন্দর জিনিসটাকে বিদায় জানাব। যে জার্সি আমি পরেছিলাম, যেটির জন্য ঘাম ঝরিয়েছিলাম এবং গর্বের সঙ্গে আমি যেটি অনুভব করি। সমর্থক, পরিবার ও সতীর্থদের ধন্যবাদ। আমরা ইতিহাস লিখতে থাকব, যা থাকবে অনন্তকাল।’
ব্রাজিলের বিপক্ষে ম্যাচটিই বাছাইপর্বে তার শেষ ম্যাচ জানিয়ে ডি মারিয়া বলেন, ‘বাছাইপর্বে আমার শেষ ম্যাচ খেলে ফেললাম। সতীর্থ, বন্ধুদের ভালোবাসা প্রতিটি মুহূর্তে উপভোগ করেছি, তাদের ছাড়া গল্পটা এমন হতো না। তাদের ভালোবাসাই আমাকে আজকের আমি বানিয়েছে।’
ব্রাজিল ম্যাচের দিন ঘটে যাওয়া সংঘাত নিয়ে ডি মারিয়া বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে মাঠে যা হয়েছে, সেটা আমরা ভুলে যেতে পারি না। এমন আচরণ কারওরই প্রাপ্য নয়। আশা করছি, এই ধরনের ঘটনা আর হবে না। একজন খেলোয়াড় হিসেবে কোনো সন্দেহ ছাড়াই আমরা আমাদের সমর্থকদের পাশে থাকব।’
আর্জেন্টিনার হয়ে ডি মারিয়ার অভিষেক হয়ে ২০০৮ সালে প্যারাগুয়ের বিপক্ষে। এরপর দলটির অনেক অর্জনের সাক্ষী হয়েছেন তিনি। সে বছরই অলিম্পিকে স্বর্ণ জয় থেকে শুরু করে আরও অনেক অর্জনে দলের ভূমিকা রেখেছেন তিনি। তার গোলেই এক যুগের আক্ষেপ ঘচিয়ে কোপা আমেরিকা শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এমনকি গত বছর কাতার বিশ্বকাপের ফাইনালেও গোল করেছিলেন তিনি। এছাড়াও গুরুত্বপূর্ন ম্যাচ গুলোতে অতিমানবীয় পার্ফর্ম্যান্সে দর্শকদের মন জয় করেছেন তিনি। এসব কারণেই ভক্ত-সমর্থকরা তাকে মনে রাখবে যুগ যুগ ধরে।