২২ নভেম্বর ২০২৩, ০৬:১৫ পিএম
২০২৬ বিশ্বকাপ ফুটবলের টিকিট নিশ্চিতে আজ মুখোমুখি হয়েছিল ব্রাজিল এবং আর্জেন্টিনা। লাতিন আমেরিকার এ দুই দেশের লড়াই মানেই যে উত্তাপ-উত্তেজনা তার প্রমাণ মিলেছে আরও একবার। খেলা শুরুর আগেই চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের সমর্থকরা গ্যালারিতে দাঙ্গায় জড়ান। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আর্জেন্টাইন সমর্থকদের উপর লাঠিচার্জ করে ব্রাজিলিয়ান পুলিশ। শেষ পর্যন্ত আধ ঘণ্টা দেরিতে মাঠে গড়ায় ম্যাচ যেখানে ১-০ গোলে জয় তুলে নেয় আলবিসেলেস্তেরা।
প্রথমে এই মারামারির কারণ জানা না গেলেও, ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোর ধারাভাষ্যের বরাত দিয়ে জানিয়েছে, আর্জেন্টিনার জাতীয় সংগীত বাজার সময় ব্রাজিলের সমর্থকেরা দুয়ো দেয়ায় ঝামেলার শুরু হয়। পরে আর্জেন্টিনার খেলোয়াড়দের ড্রেসিংরুমে চলে যেতে বলা হয়। পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আধা ঘণ্টা পর ম্যাচ মাঠে গড়ায়।
আরও পড়ুন-আর্জেন্টিনার কাছে হেরে শঙ্কায় ব্রাজিলের ২০২৬ বিশ্বকাপ
আরও পড়ুন: মারাকানায় আর্জেন্টিনা সমর্থকদের ওপর ব্রাজিল পুলিশের লাঠিচার্জ
আরও পড়ুন-দায়িত্ব ছাড়বেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন কোচ স্কালোনি!
এদিকে ম্যাচের সময়েও ছিল এই উত্তেজনার রেশ। গ্যালারির মতোই মাঠেও আগ্রাসী ছিল ব্রাজিলের ফুটবলাররা। প্রথম হাফেই ১৬টি ফাউল করেছে তারা। উত্তাপ ছড়ানো এই ম্যাচ শেষ পর্যন্ত জিতে নিয়েছে আর্জেন্টিনাই। ৬৩ মিনিটে নিকোলাস ওতামেন্দির দেয়া একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে মেসিরা। এ নিয়ে এটি বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের টানা তিন পরাজয়।
এদিকে ব্রাজিলের বিপক্ষে আজকের জয়ের পর ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে এখন দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলে শীর্ষে আছে আর্জেন্টিনা। অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের অবস্থান এখন ৬ নম্বরে। ৬ ম্যাচের ৩টিতে হারায় সেলেসাওদের পয়েন্ট এখন ৭। আর্জেন্টিনার পরেই আছে উরুগুয়ে এবং কলম্বিয়া।