স্পোর্টস ডেস্ক
১৮ নভেম্বর ২০২৩, ০৪:৩৯ পিএম
দীর্ঘ ৪৭ ম্যাচের লড়াইয়ের পর দুই ফাইনালিস্ট পেল ক্রিকেট বিশ্ব। ২০০৩ সালের বিশ্বকাপের পুনরাবৃত্তি ঘটেছে এবারের বিশ্বকাপ ফাইনালে। ২০ বছর পর ভারত ও অস্ট্রেলিয়া আবারো মুখোমুখি হতে যাচ্ছে বিশ্বকাপের ফাইনালে। ভারতের ঘরের মাঠে বিশ্ব আসরের ফাইনাল, যেখানে বাড়তি চাপ থাকবে অজিদের উপর বলে মনে করছেন একাধিক ক্রীড়া বিশ্লেষক। তবে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ভিন্ন ভাবনার কথা জানিয়েছেন।
আজ বিশ্বকাপের ফাইনালের আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন অজি অধিনায়ক। যেখানে সাংবাদিকদের অজস্র প্রশ্নের জবাব দিয়েছেন তিনি। ভারতকে তাদের মাটিতেই পরাস্ত করে ভারতীয়দের চুপ করিয়ে দেবেন বলে স্পষ্ঠ জানিয়েছেন কামিন্স।
তিনি বলেন, 'দর্শক সমর্থন অবশ্যই একতরফা থাকবে তবে খেলাধুলায় বিশাল দর্শককে চুপ করিয়ে দেওয়ার মতো তৃপ্তি আর কোনো কিছুতে নেই। কাল এটাই আমাদের লক্ষ্য। '
কামিন্স আরো বলেন, 'ফাইনালের প্রতিটি অংশকেই সাদরে মেনে নিতে হবে। জানি যে, দর্শক গলা ফাটাবে ও আগ্রহ দেখাবে। সেসবে আমাদের মনোযোগ দিলে চলবে না। আমরা জানি যে, গ্যালারি পরিপূর্ণ থাকবে। ১ লাখ ৩০ হাজার দর্শক ভারতকেই সমর্থন করবেন। ব্যাপারটা দারুণ। তারা এই টুর্নামেন্টে অসাধারণ খেলছে, এখনও অপরাজিত। তবে আমরা জানি, নিজেদের সেরাটা দিতে পারলে আমরা ওদেরকে ভালোই নাড়িয়ে দিতে পারব। '