images

স্পোর্টস / ক্রিকেট

‘পিচ নিয়ে আজেবাজে কথা বন্ধ করুন’

স্পোর্টস ডেস্ক

১৬ নভেম্বর ২০২৩, ১২:১০ পিএম

ওয়ানডে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে কাল নিউজিল্যান্ডকে দাপটের সাথে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। ঘরের মাঠে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে বিরাট কোহলি আর শ্রেয়াস আইয়্যারের শতকে রান পাহাড় গড়ে স্বাগতিকরা। আর ৩৯৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ড গুটিয়ে যায় ৩২৭ রানেই। ৭০ রানের এ পরাজয়ে টানা তৃতীয়বারের মত ফাইনালে ওঠা হল না কিউইদের। এদিকে দুই দলের শেষ চারের এ লড়াইয়ের আগে ভারতের বিরুদ্ধে আইসিসিকে না জানিয়ে হুট করেই পিচ বদলের অভিযোগ আনা হয় ব্রিটিশ এক সংবাদমাধ্যমে। তবে এমন ঘটনাকে পরে স্বাভাবিক বলেই জানিয়েছে আইসিসি। এবার এই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন সুনীল গাভাস্কারও। 

ভারতের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম মেইল অনলাইন। প্রতিবেদনে বলা হয়েছে, শুধু এই ম্যাচের জন্য নয়, সেমিফাইনালে জিতে ফাইনালে ওঠলেও একই কাজ আবার করতে পারে ভারত। অ্যাটকিনসন লিখেন ‘এসব কাজের কারণে অবশ্যই এটা ভাবার সুযোগ আছে যে এটাই কি প্রথম আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল, যেখানে পিচ বিশেষভাবে পছন্দ ও প্রস্তুত করা হয় টিম ম্যানেজমেন্ট কিংবা আয়োজক দেশের বোর্ডের উচ্চস্তরের অনুরোধে।’

ভারতের বিপক্ষে পিচ বদলের এ অভিযোগ নিয়ে আইসিসির মুখপাত্র এ বিষয়ে বলেন, ‘লম্বা দৈর্ঘ্যের একেকটা টুর্নামেন্টের শেষ দিকে পরিকল্পিত পিচের বদল ঘটানো স্বাভাবিক ব্যাপার। এ রকম ঘটনা এরই মধ্যে কয়েকবার ঘটেছেও।’ 

ব্যাখ্যা দিয়ে আইসিসির মুখপাত্র আরও বলেন, ‘আমাদের আয়োজক ও ভেন্যু কিউরেটরের সুপারিশে এই পরিবর্তন আনা হয়েছে। পিচ বদলের বিষয়টি আইসিসির স্বাধীন পিচ পরামর্শককে অবহিত করা হয়েছে এবং (ব্যবহৃত) পিচে খেলা ভালো হবে না, এমনটা বিশ্বাস করার কোনো কারণ ছিল না।’

এবার পিচ নিয়ে এই বিতর্ক সৃষ্টিকারিদের এবার মুখ বন্ধ করার কথা জানিয়েছেন গাভাস্কার। স্টার স্পোর্টসে তিনি বলেন,  ‘যেসব নির্বোধ পিচ পরিবর্তন নিয়ে কথা বলেছে, আশা করছি, তারা মুখটা বন্ধ করবে। পিচ পরিবর্তন নিয়ে কথা বলা বন্ধ করুন। দুই দলের জন্যই এটা সমান ছিল।’

এসব বিতর্ককে আজেবাজে আখ্যায়িত করে তিনি বলেন, ‘পিচ নিয়ে আজেবাজে কথা বন্ধ করুন। অবশ্য দ্বিতীয় সেমিফাইনাল হওয়ার আগেই অনেকে আহমেদাবাদের পিচ নিয়ে কথা বলা শুরু করে দিয়েছেন।’

এদিকে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। ফাইনালে ভারতের সঙ্গী হবে কোন দল তা দেখতেই এখন মুখিয়ে আছে ক্রিকেটপ্রেমী দর্শকরা।