স্পোর্টস ডেস্ক
১১ নভেম্বর ২০২৩, ০২:২৩ পিএম
শেষের দিকে ওয়ানডে বিশ্বকাপের প্রথম পর্বের খেলা। ইতিমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত, দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কাকে হারিয়ে শেষ চারে এক পা দিয়ে রেখেছে নিউজিল্যান্ড, অপেক্ষা শুধু আনুষ্ঠানিকতার। কেননা, কাগজে-কলমে পাকিস্তানের সামনে এখনো সুযোগ আছে সেমিতে যাওয়ার যদিও সেটি এবার অসম্ভব করে দিল ইংল্যান্ড। আজ কলকাতায় টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। আর তাতেই সেমির স্বপ্ন শেষ হয়ে গিয়েছে বাবর আজমদের।
ইডেনে মাঠে নামার আগে পাকিস্তানের শেষ চারে যাওয়ার সমীকরণ ছিল অনেকটা দুঃস্বপ্নের মতো। আগে ব্যাট করে ২৮৭ রানের ব্যবধানে ম্যান ইন গ্রিনদের জয় লাভ করতে হবে। অপরদিকে রান তাড়া করলে তা প্রথম দুই ওভারেই সম্পন্ন করতে হবে তাহলেই সেমিফাইনালের টিকিট পাবে বাবরে দল।
তবে আজ নিজেদের নিয়মরক্ষার ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। ফলে পাকিস্তানের সামনে এখন একটাই সমীকরণ ইংলিশদের ৫০ রানে অলআউট করে তা দুই ওভারে তাড়া করতে হবে। যা কার্যত অসম্ভব।
নিজেদের শেষ ম্যাচে পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে পাকিস্তান। অপরদিকে আগের ম্যাচের একাদশ নিয়ে মাঠে নামছে ইংল্যান্ড।
পাকিস্তান একাদশ:
আবদুল্লাহ শফিক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, সালমান আগা, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ।
ইংল্যান্ড একাদশ:
জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, জস বাটলার, মঈন আলী, হ্যারি ব্রুক , ক্রিস ওকস, ডেভিড উইলি, আদিল রশিদ, গাস অ্যাটকিনসন