স্পোর্টস ডেস্ক
০৯ নভেম্বর ২০২৩, ০৫:৫২ পিএম
ঘরের মাটিতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে ইতিমধ্যেই ৮টি ম্যাচ জিতে একমাত্র অপরাজিত দল হিসেবে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। এরপর দ্বিতীয় এবং তৃতীয় দল হিসেবে শেষ চারের টিকিট কেটেছে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া। চতুর্থ স্থানটির জন্যই এখন জমে ওঠেছে লড়াই, সবশেষ দল হিসেবে সেমি নিশ্চিত করতে গতবারের ফাইনালিস্ট দল নিউজিল্যান্ডের সঙ্গে দৌড়ে রয়েছে পাকিস্তান এবং আফগানিস্তান। আজ নিজেদের শেষ মহাগুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি ব্ল্যাকক্যাপসরা। ব্যাঙ্গালুরুতে হাইভোল্টেজ ম্যাচে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। আগে ব্যাট করতে নেমে ৪৭ তম ওভারে ১৭১ রান তুলতেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা।
বিশ্বকাপে বর্তমানে শেষ চারের দৌড়ে থাকতে চলছে হাডাহাড্ডি লড়াই। চার, পাঁচ এবং ছয়ে থাকা তিন দল (নিউজিল্যান্ড,পাকিস্তান,আফগানিস্তান) যদি নিজেদের শেষ ম্যাচে জয় পায় তখন শেষ চারের ভাগ্য নির্ধারণ করবে নেট রান রেট। এমন সমীকরণের দিনে কিউই একাদশে ইশ সোধির জায়গায় ফিরেছেন পেসার লকি ফার্গুসন। অপরদিকে লঙ্কান শিবিরেও এসেছে পরিবর্তন। কাসুন রাজিথার পরিবর্তে ফিরেছেন চামিকা করুণারত্নে।
টসে হেরে আগে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই বিপাকে পড়ে শ্রীলঙ্কা। দলীয় দ্বিতীয় ওভারেই সাজঘরে ফিরেন ওপেনার পাথুম নিসাঙ্কা। টিম সাউদির বলে মাত্র ২ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন লঙ্কা ওপেনার।
এরপর ক্রিজে নেমে দলের হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক কুশল মেন্ডিস। তবে ইনিংসের পঞ্চম ওভারে কিউই পেসার ট্রেন্ট বোল্টের জোড়া আঘাতে ব্যাকফুটে চলে যায় লঙ্কানরা। দলীয় ৩২ রানে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে ৯৬' বিশ্ব চ্যাম্পিয়নরা।
চতুর্থ উইকেট জুটিতে ওপেনার কুশল পেরেরা মারকুটে ব্যাটিং দলের রানের চাকা সচল থাকে। কিন্তু পাওয়ার প্লে শেষ হওয়ার আগে আবারো জোড়া উইকেটের পতন ঘটে লঙ্কান শিবিরে। কিউইদের হয়ে আবারো আঘাত হানেন ট্রেন্ট বোল্ট। নবম ওভারে চারিথ আসালঙ্কাকে ফেরান এই বাঁহাতি পেসার।
দলীয় ৭০ রানে ৩ উইকেট থেকে কোন রান যোগ না করে পঞ্চম উইকেটের পতন ঘটে। ২৮ বলে ৫১ রানের বিধ্বংসী ইনিংস খেলে লক ফার্গুসনের শিকার হয়ে সাজঘরে ফিরেন কুশল পেরেরা।
এরপর লঙ্কান কোন ব্যাটারই দাঁড়াতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে মেন্ডিসের দল। শেষ পর্যন্ত ৪৬.৪ ওভারে ১৭১ রান তুলতেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন বোল্ট।