images

স্পোর্টস / ক্রিকেট

শচীনকে ছুঁয়ে কোহলির সেঞ্চুরির ইতিহাস

স্পোর্টস ডেস্ক

০৫ নভেম্বর ২০২৩, ০৬:১৪ পিএম

ক্রিকেটের ২২ গজে বিরাট কোহলি মানেই যেন রেকর্ডের পর রেকর্ড। কেনো তিনি ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার তার প্রমাণ আবারো মিলল বিশ্বকাপে। নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে যখন ২ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছে দল ঠিক তখনই সামনে থেকে দলকে টেনেছেন এবং ৮৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে ভারতের জয় নিশ্চিত করেছিলেন। এরপর বাংলাদেশের বিপক্ষে ম্যাচসেরা শতক হাঁকিয়ে গড়েছেন রেকর্ড। শ্রীলঙ্কা ও কিউইদের বিপক্ষে শতকের কাছে গিয়েও আক্ষেপে পুড়েছেন তিনি। তবে আজ নিজের জন্মদিনে ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শতক হাঁকিয়ে নিজেকে রেকর্ডবুকের অনন্য উচ্চতায় নিয়ে গেলেন কোহলি।  

বিশ্বকাপে আজ নিজেদের অষ্টম ম্যাচ খেলতে নামার আগে ওয়ানডেতে কোহলির শতকের সংখ্যা ছিল ৪৮টি। কলকাতায় প্রোটিয়াদের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ইনিংসের ৪৯ তম ওভারে ক্যারিয়ারের ৪৯তম শতক হাঁকিয়ে ক্রিকেটের ঈশ্বর শচীন টেন্ডুল্কারকে ছুঁয়ে ফেললেন বিরাট।  

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি শতকের মালিক এতোদিন ছিল শচীনের। আজ তার নামের পাশে ভাগ বসালেন কোহলি। ফলে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ (৪৯) শতক হাঁকানোর রেকর্ডের( অ্যাক্টিভ ক্রিকেটার) মালিক এখন কোহলি। আরো একটি শতক হাঁকালে এককভাবে হয়ে যাবেন ক্রিকেট (ওয়ানডে) বিশ্বের সর্বোচ্চ শতকের মালিক।