৩০ অক্টোবর ২০২৩, ০৮:০৭ পিএম
বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ২০১৯ সালে ঘরের মাঠে প্রথম বিশ্বকাপ জয়ের স্বাদ পায় ব্রিটিশরা। ডিপেন্ডিং চ্যাম্পিয়নরা এবারের আসরের শুরু থেকেই পরাজয়ের বৃত্তে আটকে আছে। বাংলাদেশকে হারালেও আফগানিস্তানের মতো উঠতি দলের বিপক্ষে হেরেছে জস বাটলারের দল। বাংলাদেশের বিপক্ষে এ পর্যন্ত এক জয়, এবাদে পাঁচ ম্যাচ হারে সেমিফাইনাল যাবার দৌড়ে ছিটকে গেছে।
ছয় ম্যাচে মাত্র দুই পয়েন্ট নিয়ে টেবিলের তলানীতে পড়ে আছে ইংল্যান্ড। দলের এমন বাজে পারফরম্যান্স নিয়ে সাবেক ক্রিকেটার, বিশ্লেষকদের সমালোচনা শুনতে হচ্ছে ইংলিশদের। এবার সে তালিকায় যোগ দিলেন পাকিস্তানি সাবেক পেসার শোয়েব আখতার। ইংল্যান্ডের সমালোচনা করতে গিয়ে টেনে এনেছেন ‘বাজবল’ ক্রিকেটের বিষয়টি।
শোয়েব আখতারের মতে ইংল্যান্ড ওয়ানডে টি-টোয়েন্টির মতো করে খেলতে যেয়ে ব্যর্থ হচ্ছে। ‘ইংল্যান্ড বাজেভাবে হেরেছে কারণ তারা ওয়ানডে টি-টোয়েন্টির মতো করে খেলতে চাচ্ছে। কে ইনিংস বিল্ডআপ করবে, বলে বলে রান নিয়ে ইনিংস সচল রাখবে, এসব কোন পরিকল্পনা নেই তাদের।’
ইংল্যান্ডের বিশ্বকাপ থেকে বিদায় এখন সময়ের ব্যাপার। এই নিয়ে শোয়েব বলেন, ‘ইংল্যান্ড বিশ্বকাপ থেকে বিদায়ের দার প্রান্তে। বাজবল শুধু টেস্টেই ঠিক আছে, ওয়ানডে ওয়ানডের মতো করেই খেলতে হবে।’