স্পোর্টস ডেস্ক
৩০ অক্টোবর ২০২৩, ০৬:২৩ পিএম
এবারের বিশ্বকাপটা স্বপ্নের মত যাচ্ছে আফগানিস্তানের। তৃতীয় বারের মত ওয়ানডে ক্রিকেটের বিশ্ব মঞ্চে খেলতে এসে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম জয়ের দেখা পেয়েছে আফগানরা। এবারের আসরে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে অঘটনের জন্ম দেয়া দলটি নিজেদের সবশেষ ম্যাচে পরাজিত করেছে পাকিস্তানকেও। দুই বড় দলের বিপক্ষে দারুণ জয়ে উজ্জীবিত আফগানরা আজ মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কার। দুই দলের গুরুত্বপূর্ণ এ লড়াইয়ে আজ পুনেতে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন হাশমতউল্লাহ শহিদী। আগে ব্যাট করতে নেমে সূচনাটা ভালো করতে পারেনি লঙ্কানরা। শুরুতেই এক ওপেনারকে হারানোর পর পাথুম নিশাঙ্কার ইনিংস সর্বোচ্চ ৪৬ রানের ইনিংসের সুবাদে ৪৯.৩ ওভারে অলআউট হওয়ার আগে ২৪১ রানের সংগ্রহ পেয়েছে শ্রীলঙ্কা।
টসে হেরে ব্যাট করতে নেমে আজ শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। দলীয় ২২ রানেই এক ওপেনারকে হারায় তারা। ইনিংসের ষষ্ঠ ওভারেই ফজলহক ফারুকির বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে মাত্র ১৫ রান করেই বিদায় নেন দিমুথ করুণারত্নে।

শুরুতেই এক ওপেনারকে হারিয়ে চাপে পড়া দলের হাল ধরতে এরপর ক্রিজে থাকা আরেক ওপেনার পাথুম নিশাঙ্কার সঙ্গী হন অধিনায়ক কুশল মেন্ডিস। এ দুজন মিলে আফগান বোলারদের দেখেশুনে খেলে গড়েন পাঞ্চাশোর্ধ রানের জুটি। তবে উনিশতম ওভারে নিশাঙ্কা আউট হলে ৬২ রানেই ভাঙে এ জুটি। ব্যক্তিগত অর্ধশতক থেকে ৪ রান দূরে থাকতেই আজমতউল্লাহ ওমরজাইয়ের বলে কট বিহাইন্ড হয়ে সাজঘরে ফিরেন এই লঙ্কান ওপেনার।
নিশাঙ্কার বিদায়ের পর ক্রিজে মেন্ডিসের সঙ্গী হন সাদিরা সামারাবিক্রমা। এ দুজনের তৃতীয় উইকেট জুটিতেও স্কোরবোর্ডে ওঠে পঞ্চাশ রান। এরপর দলীয় ১৩৪ রানে মুজিব উর রহমানের বলে নাজুবুল্লাহ জাদরানের হাতেক্যাচে পরিণত হয়ে সাজঘরে ফিরেন অধিনায়ক মেন্ডিস। সাজঘরে ফেরার আগে তিনি করেন ৫০ বলে ৩৯ রান।

এরপর সামারাবিক্রমাও আউট হন দ্রুতই। ৪০ বলে ৩৬ রান করে ত্রিশতম ওভারে দলীয় ১৩৯ রানে সাজঘরে ফিরেন এই লঙ্কান ব্যাটার। ফলে দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা। এরপর চারিথ আসালাঙ্কা এবং ধনঞ্জায়া ডি সিলভার প্নচম উইকেট জুটিতে স্কোরবোর্ডে ওঠে আরও ২৮ রান। তবে এ জুটি আর বড় হতে দেননি রশিদ খান। আফগান এই লেগ স্পিনারের বলে বোল্ড আউট হয়ে ব্যক্তিগত ১৪ রানেই সাজঘরে ফিরেন ডি সিলভা।
ডি সিলভার বিদায়ের পর দ্রুতই আরও দুই উইকেট হারায় শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত মাহেশ থিকসানার ২৯ রানে ৪৯.৩ ওভারে অলআউট হওয়ার আগে ২৪১ রানের সংগ্রহ পেয়েছে শ্রীলঙ্কা। আফগানিস্তানের হয়ে আজ সর্বোচ্চ ৪টি উইকেট নিয়েছেন পেসার ফজলহক ফারুকি।