images

স্পোর্টস / ক্রিকেট

প্রোটিয়াদের ২৭১ রানের চ্যালেঞ্জ দিল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

২৭ অক্টোবর ২০২৩, ০৬:১৮ পিএম

ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে এসে বিপর্যস্ত পাকিস্তান। প্রথম দুই ম্যাচে জয় পেলেও পরের তিন ম্যাচেই টানা হারের স্বাদ নিতে হয়েছে ম্যান ইন গ্রিনদের। টুর্নামেন্টে সেমিফাইনালে খেলার আশা জিইয়ে রাখতে আজ মুখোমুখি হয়েছে আসরজুড়ে উড়তে থাকা দক্ষিণ আফ্রিকার। চেন্নাইয়ে আজ প্রোটিয়ায়দের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো না হলেও কাপ্তান বাবরের ফিফটি এবং পরে শাদাব খান ও সৌদ শাকিলের দৃঢ়তায় শেষ পর্যন্ত ৪৬.৪ ওভারে অলআউট হলেও ২৭০ রানের সংগ্রহ পেয়েছে পাকিস্তান।

এমএ চিদাম্বরম স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে ব্যাট করতে নেমে আজ শুরুটা ভালো করতে পারেননি দুই পাকিস্তানি ওপেনার। দলীয় ২০ রানেই বিদায় নেন আবদুল্লাহ শফিক। মার্কো ইয়ানসেনের বলে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরেন তিনি।

আরেক ওপেনার ইমাম উল হকও আজ করেছেন হতাশ। সপতম ওভারে দলীয় রান যখন ৩৮ তখন ইয়ানসেনেরই দ্বিতীয় শিকারে পরিণত হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ১৮ বলে ১২ রান করে আজ সাজঘরে ফিরেন তিনি। ফলে দ্রুতই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান।

370010

এদিকে দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়া পাকিস্তানের হাল ধরার জন্য তখন ক্রিজে অধিনায়ক বাবরের সঙ্গী হন মোহাম্মদ রিজওয়ান। দুজন মিলে অবশ্য সেই পথেই এগোচ্ছিলেন। তৃতীয় উইকেটে জুটি গড়ে দুজনে স্কোরবোর্ডে তুলেন ৪৮ রান। তবে এরপরই হতাশ করেন রিজওয়ান। দলীয় ৮৬ রানে তিনি পরিণত হন জেরাল্ড কোয়েতজির শিকারে।

রিজওয়ান ফেরার পর ক্রজে বাবরের সঙ্গী হন ইফতিখার আহমেদ। এ জুটিতেও পাকিস্তানের দলীয় সংগ্রহে যোগ হয় ২১ রান। তবে ইফতেখারও আজ বড় ইনিংস খেলতে পারেননি, সাজঘরে ফিরেন ২১ রান করেই। ইফতেখার ফেরার পর অধিনায়ক বাবরও বেশিখণ টিকতে পারেননি, আউট হয়েছেন দলীয় ১৪১ রানে শামসির বলে উইকেট রক্ষক কুইন্টন ডি ককের ক্যাচে পরিণত হয়ে। তবে সাজঘরে ফেরার আগে তুলে নিয়েছেন টুর্নামেন্টে নিজের তৃতীয় ফিফটি।

370015

এরপর পাকিস্তানকে বিপদ থেকে রক্ষা করেন সোউদ শাকিল এবং শাদাব খান। এ দুজন প্রোটিয়া বোলারদের দেখেশুনে খেলে ষষ্ঠ উইকেট জুটিতে স্কোরবোর্ডে তুলেন ৮৪ রান। তবে এ জুটি ভাঙে শাদাব ৩৬ বলে ৪৩ রান করে কোয়েতজির বলে কেশব মহারাজের ক্যাচে পরিণত হয়ে সাজঘরে ফিরলে। এরপর দলীয় ২৪০ রানে সাজঘরে ফিরেন শাকিলও, তবে আউট হওয়ার আগে তুলে নিয়েছেন নিজের ব্যক্তিগত ফিফটি। ৪৩তম ওভারে ৫২ বলে ৫২ রান করে তিনি সাজঘরে ফিরেছেন শামসির বলে ডি ককের গ্লাভসবন্দী হয়ে।

এরপর শেষ পর্যন্ত অলআউট হওয়ার আগে ৪৬.৪ ওভারে স্কোরবোর্ডে ২৭০ রান তুলতে পারে পাকিস্তান। প্রোটিয়ায়দের হয়ে আজ সর্বোচ্চ ৪টি উইকেট নিয়েছেন শামসি।