স্পোর্টস ডেস্ক
২৭ অক্টোবর ২০২৩, ০২:০৪ পিএম
প্রথম দুই ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপের শুরুটা দুর্দান্তভাবেই করেছিল পাকিস্তান। এরপরই হয় ছন্দপতন। একে কে হেরেছে ভারত, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের কাছে। টানা তিন হারে কমে এসেছে সাবেক চ্যাম্পিয়নদের সেমিফাইনালে খেলার আশা। সে আশা বাঁচিয়ে রাখতেই আজ টুর্নামেন্টে উড়তে থাকা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে ম্যান ইন গ্রিনরা। এবারের আসরে এখনো পর্যন্ত পাঁচ ম্যাচে চার জয় নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে আছে প্রোটিয়ারা। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে এ ম্যাচে আজ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে আজ পাকিস্তান দলে আছে দুইটি পরিবর্তন। অসুস্থ থকায় আজ প্রোটিয়ায়দের বিপক্ষে খেলা হচ্ছে না পেসার হাসান আলীর। তাঁর বদলে আজ একাদশে আছেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। আর উসামা মীরের পরিবর্তে আজ খেলবেন মোহাম্মদ নওয়াজ।
এদিকে দক্ষিণ আফ্রিকার একাদশেও আজ আছে তিন পরিবর্তন। অসুস্থতার কারণে গত দুইটি ম্যাচ খেলা হয়নি অধিনায়ক টেম্বা বাভুমার। তবে আজকের ম্যাচ দিয়েই ফের মাঠে ফিরছেন তিনি। এছাড়া রেজা হ্যান্ড্রিক্স এবং লিজাড উইলিয়ামসের পরিবর্তে আজ একাদশে আছেন লুঙ্গি এনগিডি এবং তাব্রিজ শামসি।
পাকিস্তান একাদশ:
আবদুল্লাহ শফিক, ইমাম উল হক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ নওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ।
দক্ষিণ আফ্রিকা একাদশ:
টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, রেসি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম, হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, জেরাল্ড কোয়েৎজি, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, তাব্রেইজ শামসি