images

স্পোর্টস / ক্রিকেট

ওয়ানডের ইতিহাসে লজ্জার অনন্য রেকর্ড গড়লেন ডাচ বোলার

স্পোর্টস ডেস্ক

২৫ অক্টোবর ২০২৩, ০৭:১১ পিএম

আধুনিক ক্রিকেটে ব্যাটে-বলের লড়াইয়ে একের পর এক রেকর্ড গড়ে থাকেন ব্যাটার ও বোলাররা। এবারের ওয়ানডে বিশ্বকাপেও দেখা মিলছে অজস্র নয়া রেকর্ডের। তবে আজ অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস ম্যাচে একাধিক রেকর্ড দেখেছে ক্রিকেট বিশ্ব। বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন অজি ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল। ডানহাতি এই ব্যাটারের ইতিহাস সৃষ্টিকারী ইনিংসের দিনে লজ্জার অনন্য রেকর্ড গড়েছেন ডাচ বোলার বাস ডি লিড। 

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান দেওয়ার রেকর্ড এতোদিন ছিল অজি বোলার মিক লুইসের। ২০০৬ সালে ১০ ওভার বল করে ১১৩ রান দিয়ে লজ্জার এই রেকর্ড গড়েছিলেন তিনি। তবে দীর্ঘ ১৭ বছর পর তাকে সেই লজ্জা থেকে মুক্তি দিল তারই দেশের ব্যাটাররা। 

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ডাচ বোলার বাস ডি লিড ১০ ওভারে ১১৫ রান দিয়ে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে বোলার হিসেবে সর্বোচ্চ রান দেওয়ার রেকর্ড নিজের নামে করেছেন। 

ডাচদের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। ব্যাট হাতে ডেভিড ওয়ার্নারের রেকর্ড গড়া সেঞ্চুরির পর শেষদিকে গ্লেন ম্যাক্সওয়েল খেলেন এক ঝড়ো ইনিংস। একের পর এক চার-ছয়ের মারে মাত্র ৪০ বলেই রেকর্ড গড়া শতক হাঁকান ম্যাক্সওয়েল। ওয়ার্নারের পর তাঁর এই দুর্দান্ত শতকে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া  ৩৯৯ রানের পাহাড় সমান সংগ্রহ পেয়েছে। 

369888

অজিদের এমন রেকর্ড ইনিংসের দিনে ১০ ওভারে ১১৫ রান দিয়ে ২ উইকেট তুলে রেকর্ডবুকে জায়গা পেয়েছেন ডাচ পেসার ডি লিড।