images

স্পোর্টস / ক্রিকেট

দল নিয়ে মাঝপথে মন্তব্য না করাই ভালো: সাকিব 

২৩ অক্টোবর ২০২৩, ০৬:৪৮ পিএম

বিশ্বকাপে হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ। আফগানদের বিপক্ষে প্রথম ম্যাচ জয়ের পর হেরেছে টানা তিন ম্যাচ। ফলে স্বাভাবিকভাবেই আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে সাকিব-মিরাজদের ‘ব্যাটিং-বোলিং অর্ডার’। হারের বৃত্তে ঘুরতে থাকা টাইগাররা নিজেদের পঞ্চম ম্যাচে আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামবে। প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামার আগে এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে এলেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

চোটের জন্য ভারতের বিপক্ষে খেলা হয়নি সাকিবের। এদিকে কাল আফ্রিকা ম্যাচেও তার খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। তবে সংবাদ সম্মেলনে ফিটনেসের নেওয়া প্রশ্নে সাকিব দেখালেন আসর আলো। তিনি জানালেন তার ফিটনেসের উন্নতি হয়েছে। আজ অনুশীলনের পর বুঝতে পারবেন খেলার ব্যাপারে। 

এ নিয়ে সাকিব বলেন, 'ফিটনেসের আপডেট হচ্ছে গতকাল যখন অনুশীলন করেছি, তখন নেতিবাচক কিছু অনুভব করিনি। আজকেও অনুশীলন করব। আশা করি, সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে ফিট ইনশাল্লাহ।'

এদিকে আফগানদের বিপক্ষে একটি ম্যাচ জয় পেয়েছে বাংলাদেশ। এবাদে শেষ তিন ম্যাচে হারের বৃত্তে রয়েছে টাইগাররা, দলের এমন ভরাডুবিতে প্রশ্ন উঠেছে ব্যাটিং ব্যর্থতা নিয়ে। তবে সংবাদ সম্মেলনে এসব কিছু নিয়ে বলেননি টাইগার অধিনায়ক। তিনি বলেন, 'যেহেতু আরও পাঁচটা ম্যাচ আছে, তাই টুর্নামেন্ট শেষেই মন্তব্য করলে ভালো হবে। অর্ধেক পথে না দেওয়াই ভালো। যেহেতু আরও পাঁচটা গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। খেলা শেষ হলেও দিতে পারব।'