images

স্পোর্টস / ক্রিকেট

রেকর্ড গড়ে লিটন-তামিমের উড়ন্ত সূচনা

স্পোর্টস ডেস্ক

১৯ অক্টোবর ২০২৩, ০৩:১৫ পিএম

গেল কয়েক বছর ধরেই বাংলাদেশ-ভারত ম্যাচ বাড়তি উন্মেদনা তৈরি করছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। সেই উন্মাদনা নিয়েই আজ বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নেমেছে  টাইগাররা। চোটের কারণে আজ রোহিত শর্মার দলের বিপক্ষে লাল-সবুজের একাদশে নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারকে ছাড়া খেলতে নেমে পুনেতে আজ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আর ব্যাটিং ইনিংসের সূচনায় সাবধানী ভঙ্গিতে খেলে বেশ ভালো করেছেন লিটন দাস এবং তানজিদ তামিম। এবারের আসরে টিম টাইগার্সের হয়ে করেছেন রেকর্ড। এবারই প্রথম কোনো ম্যাচে পাওয়ার প্লের পুরোটা খেলেছেন দুই বাংলাদেশি ওপেনার।

আজকের ম্যাচের আগে এবারের আসরে এ দুজন ওপেনিং জুটিতে সর্বোচ্চ করেছিলেন ৪.১ ওভারে ১৯ রান। যা ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টপকে গেছেন লিটন-তামিম। ভারতীয় বোলারদের বিপক্ষে আজ দেখেশুনেই খেলা শুরু করেছেন এই দুই টাইগার ওপেনার। 

জস্প্রীত বুমরাহ-মোহাম্মদ সিরাজদের বিপক্ষে আজ লিটন রানের খাতা খুলতে খেলেছেন ১৪টি বল। প্রথম ৫ ওভারে বাংলাদেশের রান ছিল মোটে ১০। তবে এরপরের ওভারেই দুইটি চার মারেন লিটন। টাইগারদের স্কোরও পরে বাড়তে থাকে ধীরে ধীরে। সপ্তম ওভারের শেষ বলে বুমরাহর বলে দারুণ এক ছয় হাঁকিয়ে দুর্দান্ত কিছুর ইঙ্গিত দিয়েছেন তামিমও।

দুজন মিলে জুটি গড়ে খেলে পাওয়ার প্লেতে স্কোরবোর্ডে তুলেছেন ৬৩ রান। শার্দুল ঠাকুরের করা দশম ওভারে পরপর তিন বলে তিনটি বাউন্ডারি হাঁকিয়ে তামিম তুলে নিয়েছেন ১৬ রান। ৬৩ রানের ওপেনিং জুটিতে লিটন এবং তামিম অপরাজিত আছেন যথাক্রমে ২১ এবং ৪০ রানে। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১০ ওভারে বিনা উইকেটে ৬৩ রান।