images

স্পোর্টস / ক্রিকেট

‘সাকিব দুর্দান্ত ক্রিকেটার হলেও আমাদের কিছুই যায় আসে না’

স্পোর্টস ডেস্ক

১৮ অক্টোবর ২০২৩, ০৪:৩৭ পিএম

বিশ্বকাপে বাংলাদেশ সবশেষ ম্যাচ খেলেছে নিউজিল্যান্ডের বিপক্ষে। কিউইদের বিপক্ষে সেই ম্যাচে বাঁ পায়ের উরুতে চোট পেয়েছিলেন সাকিব আল হাসান। এরপর থেকেই অনিশ্চয়তা দেখা দেয় টুর্নামেন্টে টাইগারদের পরের ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে অধিনায়ক থাকতে পারবেন কি না তা নিয়ে।

আগামীকালই ভারতের বিপক্ষে ম্যাচে মাঠে নামবে বাংলাদশ। রোহিত শর্মার দলের বিপক্ষে এই ম্যাচে টাইগার অধিনায়ক খেলবেন কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায় নি। যদিও সাকিব ঠিকই অনুশীলনে ফিরেছেন। ব্যাট হাতে নেটে অনুশীলন সেরেছেন বেশ কিছুক্ষণ, তবে তাতে বিশ্বসেরা অলরাউন্ডারের তেমন কোনো সমস্যা দেখা যায়নি।   

বিশ্বকাপে এখনো পর্যন্ত তিন ম্যাচ খেলে একটি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ছাড়া ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের বিপক্ষে পরাজিত হয়ে টুর্নামেন্টে এখন কিছুটা ব্যাকফুটে আছে টাইগাররা। ভারতের বিপক্ষে ম্যাচে তাই দলে সাকিবের থাকাটা খুবই গুরুত্বপূর্ন।

এদিকে রোহিত-কোহলিদের বিপক্ষে আবার সাকিবের রেকর্ডটাও বেশ ভালো। এখনো পর্যন্ত ভারতের বিপক্ষে ২২ ম্যাচ খেলে বিশ্বসেরা অলরাউন্ডার ২৯টি উইকেট নিয়েছেন। আগামীকালের ম্যাচেও টাইগার অধিনায়ককে মোকাবেলা করতে ভারত আলাদা কোনো কৌশল আটছে কিনা এমন প্রশ্ন করা হয়েছিল সংবাদ সম্মেলনে আসা ভারতীয় দলের বোলিং কোচ পরশ মামব্রেকে। জবাবে রোহিতদের এই কোচ সাকিবের প্রশংসা করেছেন ঠিকই। একই সঙ্গে বলেছেন সাকিব ভালো খেললেও তাতে তাদের খুব একটা যায় আসে না।

পরশ বলেন, ‘যদি ম্যাচআপের দিকে তাকাই, এমন অনেক কিছু খুঁজে পাওয়া যাবে—অমুক এর বিপক্ষে দুর্বল, তমুক ওই ক্রিকেটারের বিপক্ষে ভালো, বিশেষ করে বোলারের ক্ষেত্রে। তবে সত্যি বলতে এই বিষয়ে আমরা কোনো আলোচনা করিনি। আমরা জানি সে ভালো ক্রিকেটার। বাংলাদেশের হয়ে অনেক কিছু করেছে। চাম্পিয়ন ক্রিকেটার। কার্যকরী ব্যাটসম্যান, বোলিংও ভালো করে।’

তিনি আরও বলেন, ‘সে দুর্দান্ত একজন ক্রিকেটার এবং সেই কৃতিত্বটা তাকে দিতেই হবে। কিন্তু তাতে আমাদের কিছুই যায় আসেনা।’ ভারতীয় এই কোচ আরও বলেন, আমাদের নিজস্ব প্রস্তুতি আছে, কৌশল আছে, সেটা বাস্তবায়ন করতে পারলে আমরা ভালো করবো। আর আমরা সেখানেই বেশি মনোযোগ দিচ্ছি।’

এদিন তাসকিনেরও প্রশংসা করেছেন ভারতীয় এই কোচ। টাইগার স্পিডস্টারকে নিয়ে তিনি বলেন, ‘তাসকিন বিশ্বব্যাপী ভালো ফাস্ট বোলারদের একজন, গত কয়েক বছরে আমি তাকে যা দেখেছি তা থেকে বোঝা যায়। সে বিভিন্ন ভেন্যুতে, বিভিন্ন পিচে পারফর্ম করেছে। বাংলাদেশে খেলা কখনই সহজ নয় কারণ পিচগুলি থেকে সিমাররা খুব বেশি সুবিধা পায় না, তবে সে যে পারফরম্যান্সই রাখুক না কেন, সে সত্যিই একজন ভাল বোলার।’