স্পোর্টস ডেস্ক
১৪ অক্টোবর ২০২৩, ০৬:৫৮ পিএম
আফগানিস্তানকে উড়িয়ে বিশ্বকাপে যাত্রা শুরু করা বাংলাদেশ পরের দুই ম্যাচেই যেন দেখল মুদ্রার উল্টো পিঠ। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে শোচনীয় হারের পর এবার ভারতের মুখোমুখি হতে যাচ্ছে টাইগাররা। ভারতের বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচকে সামনে রেখে ইতিমধ্যে ম্যাচ ভেন্যু পুনেতে পৌঁছে গিয়েছে বাংলাদেশ দল। টাইগারদের পরের ম্যাচে স্বাগতিক ভারতই চাপে থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।
বিশ্বকাপের পরবর্তী ম্যাচ পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১৯ অক্টোবর। রোহিত শর্মাদের বিপক্ষে ম্যাচের আগে লম্বা বিরতি হওয়ায় ক্রিকেটাররা তিনদিনের ছুটি পেয়েছেন। এই অবসর সময় ক্রিকেটাররা যে যার মতো করে কাটাতে পারবেন। তিন দিনের বিরতি শেষে ১৭ অক্টোবর তারা অনুশীলনে ফিরবেন।
ভারত ম্যাচের আগে আজ গণমাধ্যমে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেন, ‘আমার মনে হয় আমাদের চেয়ে ভারতের ওপরই চাপ বেশি থাকবে। আমরা গোছানোর সময় পাব। গত ৭ দিনে ৩ ম্যাচ খেলেছি। পরের ২৯ দিনে খেলব ৬ ম্যাচ। পরের ম্যাচ ৬ দিন পর। নতুন করে চিন্তা-ভাবনা করার সময় পাব। আমাদের হারানোর কিছু নেই। নিজেদের সেরা ক্রিকেট খেলতে হবে। সাহস নিয়ে আগ্রাসী ক্রিকেট খেলতে হবে আমাদের। আগ্রাসী ক্রিকেটের মনোভাব না থাকলে এই লেভেলে খেলা কঠিন।’
সুজন আরো বলেন, ‘বাংলাদেশ এর আগে সবাইকে হারিয়েছে, হোক দেশের মাটিতে কিংবা বাইরে। নিউজিল্যান্ডকে ওদের মাঠে টেস্টে হারিয়েছি। আমরা পারি না তা নয়। পারফরম্যান্সের সমন্বয় হচ্ছে না, যেটা আমাদের খুব দরকার। ব্যাটিংয়ে জ্বলে ওঠা দরকার, সঙ্গে বোলিংও। বলব না বোলাররা খারাপ করছে। তবে লক্ষ্য কম হলে এপ্রোচ বদলে যায়, তখন ওরাও ভুল করে। এখন উইক জোন বললে ব্যাটিং।’
নিউজিল্যান্ড ম্যাচের ব্যর্থতা নিয়ে তিনি আরো বলেন, ‘আমরা ব্যর্থ হয়েছি। মূলত টপ অর্ডার ব্যর্থ হয়েছে, এটা একটা বড় ব্যাপার। এখনও আমরা বিশ্বাস করি এই জায়গা থেকে কামব্যাক করতে পারব। টপ অর্ডারদের ঘুরে দাঁড়ানো দরকার। আমাদের সামর্থ্য আছে, দেখা যাক।’