স্পোর্টস ডেস্ক
১৪ অক্টোবর ২০২৩, ০৩:৩৬ পিএম
নিউজিল্যান্ডের ক্রিকেটে অন্যতম এক ভরসার নাম অধিনায়ক কেন উইলিয়ামসন। দীর্ঘ সময় পর চোট কাটিয়ে গতকাল বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন কিউই তারকা। চেন্নাইয়ে মাঠে নেমেই ৭৮ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেছেন এই ডানহাতি ব্যাটার। তবে নিজের শতক তুলে নেওয়ার দ্বারপ্রান্তে থাকা উইলিয়ামসন গতকাল হাতে চোট পেয়ে রিটায়ার্ড হার্ট হয়ে প্যাভিলিয়নে চলে যান। নিউজিল্যান্ড হেসেখেলে ম্যাচ জিতলেও আজ দুঃসংবাদ এসেছে ব্ল্যাকক্যাপস শিবিরে।
নিউজিল্যান্ড ইনিংসের সময় গতকাল টাইগার ব্যাটার নাজমুল হোসেন শান্তর করা থ্রো রান নেওয়ার সময় গিয়ে লাগে উইলিয়ামসনের হাতে। ফলে ম্যাচের ৩৯তম ওভারের মাঝপথে মাঠ ছাড়েন তিনি।
ম্যাচ শেষে স্ক্যান করানো হয় তাকে। সেখানে বড় দুঃসংবাদ পেয়েছে ব্ল্যাকক্যাপসরা। তার বুড়ো আঙুলের হাড়ে চিড় ধরা পড়েছে। এ কারণে অনেকটা সময় দলের বাইরে থাকবেন তিনি। এমনকি পুরো বিশ্বকাপ নিয়েও রয়েছে শঙ্কা।
আজ এক বিবৃতিতে কিউই কোচ স্টেড বলেন, 'আমরা তার (উইলিয়ামসন) অবস্থা অনুভব করতে পারছি, হাঁটুর চোট থেকে ফিরে আসার জন্য সে কঠোর পরিশ্রম করেছে। কিন্তু এরপর এমনটি ঘটেছে। যদিও এটা হতাশাজনক খবর। প্রাথমিকভাবে তার চোট শনাক্তের পর আমরা কিছুটা আশাবাদী সে বিশ্রাম ও পুনর্বাসনের পর আবারও খেলতে পারবে।'
বাংলাদেশের বিপক্ষে জয়ের পর টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় সবার শীর্ষে অবস্থান করছে নিউজিল্যান্ড। উইলিয়ামসনের আবারো মাঠে ফেরা নিয়ে আশাবাদী হেড কোচ। তিনি বলেন, 'কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং সে বিশ্বমানের ক্রিকেটার। তাকে টুর্নামেন্টের শেষদিকে ফেরার জন্য আমরা সব ধরনের চেষ্টা করবো।'
জানা গেছে এক সপ্তাহের আগে কোনভাবেই তিনি মাঠে ফিরতে পারবেন না। তবে ঠিক কবে ফিরবেন তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। আগামী ১৮ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে চেন্নাইয়ে নিজেদের পরের ম্যাচে মাঠে নামবে নিউজিল্যান্ড।