images

স্পোর্টস / ক্রিকেট

নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

১৩ অক্টোবর ২০২৩, ০২:০৫ পিএম

আফগানিস্তানের বিপক্ষে অসাধারণ জয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করে বাংলাদেশ। তবে পরের ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরেছে শোচনীয়ভাবে। দুই ম্যাচেই মুদ্রার দুটি পিঠ দেখা বাংলাদেশ আজ তৃতীয় ম্যাচে মাঠে নামছে চলতি আসরে টানা দুই জয়ে দারুণ ছন্দে থাকা নিউজিল্যান্ডের বিপক্ষে। কিউইরা যেখানে দুই জয়ে আত্মবিশ্বাসী, বংলাদেশ সেখানে পিছিয়ে শেষ ম্যাচে ভরাডুবি হার এর সঙ্গে টপ অর্ডারের ব্যর্থতা। এমন অবস্থায় আজ চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে বংলাদেশ।

বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর ম্যাচে টিম ম্যানেজম্যান্ট কিউইদের বিপক্ষে এক পরিবর্তন নিয়ে এসেছে একাদশে। শেখ মেহেদীর জায়গায় দলে ফিরেছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। অপরদিকে নিউজিল্যান্ডের দলেও রয়েছে একটি পরিবর্তন। কিউইদের নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসন ফিরেছেন ওপেনার উইল ইয়াং এর জায়গায়।

বাংলাদেশের একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ডের একাদশ: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লোকি ফাগুসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারেল মিচেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার।