১১ অক্টোবর ২০২৩, ০৮:৩২ পিএম
১২ বছর পর বিশ্বকাপ আয়োজনের সুযোগ পেয়েছে ভারত। কিন্তু উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই শুরু হয়েছে ১৩তম এই আসর। তবে আয়োজনে তাই কোনও রকম খামতি রাখতে রাজি নয় ভারতীয় ক্রিকেট বোর্ড। ওপেনিং সেরিমনি না হলেও, ভারত-পাকিস্তান ম্যাচের আগে জমকালো অনুষ্ঠানের ব্যবস্থা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিসিসিআইয়ের তরফে।
উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন না করার জন্য, কম সমালোচনার মুখে পড়তে হয়নি বিসিসিআইকে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে নানা মহলে এই নিয়ে আলোচনার ঝড় ওঠে। বিশ্বকাপের শুরুটা জাঁকজমক করে না হলেও, ভারত-পাকিস্তানের খেলার আগে প্রি-ম্যাচ সেরিমনি দিয়ে চমক দিতে চায় বিসিসিআই।
এদিকে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে জানা যায়, ভারত-পাকিস্তানের ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠান বিনোদনে কোনও রকম কার্পণ্য করছে না ভারতীয় বোর্ড। তাই আসরের বড় চমক হিসেবে থাকছেন অরিজিৎ সিং। ১৪ অক্টোবর আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বসবে এই প্রি ম্যাচ অনুষ্ঠানের আসর। ভারত-পাকিস্তানের ম্যাচ মানেই উত্তেজনার পারদ তুঙ্গে। আর এই হাইভোল্টেজ ম্যাচকে আরও একটু স্পেশাল করে তুলবে অরিজিতের গান।
এছাড়া ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেন অনুযায়ী এই অনুষ্ঠানে হাজির থাকবেন রজনীকান্ত, অমিতাভ বচ্চনের মতো তারকারাও। এছাড়া উপস্থিত থাকবেন অমিত শাহ। অনুষ্ঠানে আসার ডাক পেয়েছেন বিসিসিআইয়ের গোল্ড কার্ড পাওয়া তারকারা। সেই তালিকায় রয়েছেন শচীন টেন্ডুলকার। এছাড়া আসতে পারেন পিসিবি এর সদস্যরাও। ভিসা জট কেটে যাওয়ার কারণে হাজির থাকতে পারেন ২০-২৫ জন পাকিস্তান সাংবাদিকও।