images

স্পোর্টস / ক্রিকেট

ভারতকে ২৭৩ রানের চ্যালেঞ্জ দিল আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক

১১ অক্টোবর ২০২৩, ০৬:৩০ পিএম

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটে জয়ের পর আজ আফগানিস্তানের মুখোমুখি হয় ভারত। দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে আজ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি। আগে ব্যাট করতে শুরুতেই দলীয় ৬৩ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে আফগানরা। তবে চতুর্থ উইকেট জুটিতে আজমতউল্লাহ ওমরজাই ও শহীদির রেকর্ড ১২১ রানের জুটিতে বড় সংগ্রহের ভীত পেয়ে যায় আফগানিস্তান। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭২ রানের সংগ্রহ পায় আফগানরা।  

আফগানিস্তানের বিপক্ষে এ ম্যাচে আজ একাদশে এক পরিবর্তন নিয়ে মাঠে নামে ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে দলে ছিলেন অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বীন। তবে আজ আফগানদের বিপক্ষে দলে নেই তিনি। তাঁর পরিবর্তে একাদশে সুযোগ পান শার্দুল ঠাকুর।  

আগে ব্যাট করতে নেমে ব্যাটিং পাওয়ার প্লেতে দারুণ সূচনা পায় আফগানিস্তান। ব্যাটিং পাওয়ার প্লেতে এক উইকেট হারিয়ে ৪৮ রান তুলে বড় সংগ্রহের বার্তা দেয় রহমানুল্লাহ গুরবাজরা। কিন্তু ১৩ ও ১৪তম ওভারে রহমত শাহ ও গুরবাজ ফিরে গেলে দলীয় ৬৩ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে আফগানরা।

কিন্তু চতুর্থ উইকেট জুটিতে আজমতউল্লাহ ওমরজাই ও আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি দলের হাল ধরেন। বিশ্বকাপে তাদের এই জুটি শুধু দলের চাপই সামলায়নি, গড়েছে রেকর্ডও। আফগানিস্তানের বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ রানের জুটি গড়েন ওমরজাই ও শহীদি। চতুর্থ উইকেটে ১২১ রানের জুটি গড়ে বড় সংগ্রহের ভীত গড়ে আফগানরা। 

4th_wkt

ওমরজাই নিজের অর্ধশতক করে সাজঘরে ফিরে গেলে মোহাম্মদ নবীকে সঙ্গে নিয়ে ম্যাচের হাল ধরেন অধিনায়ক শহীদি। পঞ্চম উইকেট জুটিতে তাদের গড়া ৪১ রানের পার্টনারশিপ ভাঙেন কুলদীপ যাদব। শেষ দিকে রশিদ খানের ক্যামিও ইনিংসে লড়াকু পুঁজি পায় আফগানিস্তান। 

শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭২ রানের সংগ্রহ পায় আফগানরা। সর্বোচ্চ ৮০ রান করে অধিনায়ক শহীদি। ভারতের হয়ে চারটি উইকেট নেন জাসপ্রীত বুমরাহ।