images

স্পোর্টস / ক্রিকেট

বিশ্বকাপে যে বিরল রেকর্ড গড়েছে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ

স্পোর্টস ডেস্ক

১১ অক্টোবর ২০২৩, ০৯:২৪ এএম

চলতি বিশ্বকাপে কাল নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নেমেছিল পাকিস্তান এবং শ্রীলঙ্কা। টুর্নামেন্টে প্রথম ম্যাচে পাকিস্তান নেদারল্যান্ডসের বিপক্ষে জিতলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরাজিত হয়েছিল লঙ্কানরা। গতকালের ম্যাচেও দুই দল মাঠে নামে জয়ের লক্ষ্য নিয়েই। দুই দলের রান বন্যার এই ম্যাচই কাল গড়েছে বিশ্বকাপের বিরল এক রেকর্ড

হায়দরাবাদে বিশ্বকাপের অষ্টম ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে কুশাল মেন্ডিস-সাদিরা সামারাবিক্রমার জোড়া শতকে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৪৪ রানের সংগ্রহ পায় লঙ্কানরা। বিশ্বকাপের ইতিহাসে এমন বড় লক্ষ্য তাড়া করতে নেমে জয়ের রেকর্ড নেই। তাই ম্যান ইন গ্রিনদের সামনে ছিল ইতিহাস গড়ে জয় পাওয়ার। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে আবদুল্লাহ শফিক ও মোহাম্মদ রিজওয়ানের শতকে বিশ্বরেকর্ড গড়ে ৬ উইকেটের জয় পায় বাবর আজমের দল।  

এর আগে বিশ্বকাপের কোনো ম্যাচে কখনো চার সেঞ্চুরি দেখেনি ক্রিকেটপ্রেমীরা। পাকিস্তানি বোলারদের তুলোধুনো করে কাল দাপুটে শতক করেছেন মেন্ডিস, করেছেন ৭৭ বলে ১২২ রান। অন্যদিকে সামারাবিক্রমাও কম যাননি, করেছেন ৮৯ বলে ১০৮ রান।

এদিকে বিশাল রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের হয়ে সেঞ্চুরি পেয়েছেন ওপেনার আবদুল্লাহ শফিক। ১০৩ বলে ১১৩ রান করেছেন তিনি। একই সঙ্গে উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান খেলেছেন ম্যাচ বাচানো ১৩১ রানের এক ইনিংস।

বিশ্বকাপে এর আগে আর কখনোই চার জন সেঞ্চুরিয়নের দেখা পায়নি বিশ্ব। এমনকি একদিনের ক্রিকেটের ইতিহাসেই এমন ঘটনা আছে মাত্র দুইবার। প্রথমে ১৯৯৮ সালে পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচে ঘটেছিল এমন ঘটনা। সে ম্যাচে পাকিস্তানের হয়ে সেঞ্চুরি করেছিলেন ইজাজ আহমেদ এবং মোহাম্মদ ইউসুফ। আর অজিদের হয়ে সেঞ্চুরি করেছিলেন অ্যাডাম গিলক্রিস্ট ও রিকি পন্টিং। এরপর ২০১৩ সালে আরও একবার ঘটে এমন ঘটনা।

ভারতের বিপক্ষে সে ম্যাচে অস্ট্রেলিয়ার হয়ে শতক হাঁকান জর্জ বেইলি এবং শেন ওয়াটসন। পরে সফল রান তাড়ার পথে শতক হাঁকান শিখর ধাওয়ান এবং বিরাট কোহলি। তবে বিশ্বকাপে এমন চার সেঞ্চুরির দেখা মিলেছে এবারই প্রথম।