স্পোর্টস ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২২, ১১:১৫ এএম
ইংলিশ ক্লাব লিভারপুলের ২০১৯ সালে ক্লাব বিশ্বকাপ ট্রফি জয়ের পর এবার সেই শিরোপা ধরা দিয়েছে চেলসির হাতে। তবে এই শিরোপা জয় সহজ ছিল না রীতিমত ঘাম ঝরাতে হয়েছে লুকাকুর দলকে। তরুণ ফুটবলার কাই হাভার্টজের ১১৭ মিনিটে করা গোলটি ক্লাব বিশ্বকাপের ট্রফি নিশ্চিত করেছে। ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয় চেলসি।
শনিবার রাতে ক্লাব ফুটবলের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট ক্লাব বিশ্বকাপে মাঠে নেমেছিল দুই মহাদেশের দুই ক্লাব। ইংলিশ ক্লাব চেলসি ও ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস এর মধ্যকার লড়াই জমে উঠেছিল। নির্ধারিত সময় পেরিয়ে খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে।
আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে ১-১ গোলে শেষ হয় প্রথম ৯০ মিনিটের খেলা। ম্যাচের প্রথমার্ধে গোল করতে পারেনি কোনো দলই। দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটের সময় চেলসিকে এগিয়ে দেন বেলজিয়ান ফরোয়ার্ড রোমেলু লুকাকু। ক্যালাম হাডসন-ওডোইয়ের ক্রস থেকে হেড করে বল জালে জড়ান তিনি। সেমিফাইনালেও জয়সূচক গোলটি ছিল তার।
কিন্তু বেশিক্ষণ এই লিড ধরে রাখতে পারেনি চেলসি। ম্যাচের ৬৪ মিনিটের সময় ডি-বক্সের মধ্যে থিয়াগো সিলভার হাতে লাগলে ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। গোলের সহজতম সুযোগ পেয়ে দলকে সমতায় ফেরান রাফায়েল ভেইগা।
এরপর ৯০ মিনিটের মধ্যে আর গোলের দেখা মেলেনি। অতিরিক্ত সময়ে পালমেইরাস ডিফেন্ডার লুয়ান গার্সিয়ার ডি বক্সের ভিতর হ্যান্ডবল করে বসেন। ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজায় রেফারি। চেলসির হয়ে তখন ভুল করেননি কাই হাভার্টজ। চ্যাম্পিয়ন্স লিগের নায়ক প্রথমবারের মতো চেলসির ক্লাব বিশ্বকাপ শিরোপা নিশ্চিত করে।
মহাদেশীয় টুর্নামেন্ট চ্যাম্পিয়নদের এই টুর্নামেন্টের শিরোপাটা সবচেয়ে বেশি উঠেছে ইউরোপীয় চ্যাম্পিয়নদের হাতেই। এ নিয়ে টানা নবমবার কোনো ইউরোপীয় দল জিতল এই শিরোপা। শেষবার ইউরোপ বাদে অন্য কেউ এই শিরোপা জিতেছিল ২০১২ সালে। সেবার হতভাগ্য দলটা ছিল এই চেলসিই। কাকতালীয়ভাবে ব্রাজিলিয়ান এক দলের কাছেই হেরেছিল দলটি।
এমএএম