images

স্পোর্টস / ক্রিকেট

ভারত ম্যাচের আগে দুর্ঘটনায় অজি স্পিনার

স্পোর্টস ডেস্ক

০৮ অক্টোবর ২০২৩, ১০:৫২ এএম

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ বিশ্বকাপ মিশন শুরু করবে অস্ট্রেলিয়া। এবারের টুর্নামেন্টে ভারতেরও প্রথম ম্যাচ হবে এটিই। শক্তিশালী দুই দলের খেলা নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মাঝে বিরাজ করছে চরম আগ্রহ। এদিকে স্বাগতিকদের তাদেরই ঘরের মাঠে মোকাবেলা করার আগের দিন দুর্ঘটনার শিকার হয়েছেন অজি স্পিনার অ্যাডাম জাম্পা।

অস্ট্রেলিয়ান স্পিনার অ্যাডাম জাম্পা টিম হোটেলের সুইমিং পুলে সাঁতরাতে গিয়ে মুখে আঘাত পেয়েছেন। এ কথা নিশ্চিত করেছেন অধিনায়ক প্যাট কামিন্স। জাম্পার মুখের কিছু অংশ কেটে গিয়েছে বলেও জানিয়েছেন তিনি।

গতকাল ম্যাচ পূররব সংবাদ সম্মেলনে এসে কামিন্স বলেন, ‘সে সাঁতরাতে গিয়ে পুলের দেয়ালে ধাক্কা খেয়েছে। আমাদের সে বলেছে, তখন তার চোখ বন্ধ ছিল এবং ভেবেছে সোজাই সাঁতরাচ্ছে। কিন্তু হঠাৎ করে পুলের দেয়ালে ধাক্কা লাগে। এখনো কিছুটা ব্যথা আছে, তবে এমনিতে ঠিক আছে।’

অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের এমন দুর্ঘটনার শিকার হওয়া অবশ্য নতুন কিছু নয়। ২০২২ সালে নিজের বাড়িতেই জন্মদিনের অনুষ্ঠানে পা মচকে ফেলেন অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। এ কারণে বেশ খানিকটা সময় মাঠের বাইরে কাটাতে হয়েছে তাকে। একই ভাবে গত বছর পাকিস্তানের করাচিতে হোটেলে হাটার সময় সুইমিং পুলে পড়ে গিয়েছিলেন উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি।

এদিকে জাম্পার খেলতে পারা নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন কামিন্স। তিনি বলেন, কিছুটা ব্যাথা আছে জাম্পার। তবে কোনো চোট নেই।