images

স্পোর্টস / ক্রিকেট

বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি যে তারকা

০৫ অক্টোবর ২০২৩, ১২:৫৮ পিএম

অবশেষে শেষ হলো অপেক্ষার প্রহর। আজ থেকে শুরু হচ্ছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩। উদ্বোধনী ম্যাচে আজ মুখোমুখি হবে গতবারের দুই ফাইনালিস্ট দল নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড। ৪৫ দিন ব্যাপী এবারের আসরে দশটি দল লড়বে একদিনের ক্রিকেটে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে। 

ভারতের মাটিতে আয়োজিত হওয়ায় এবারের বিশ্বকাপে যে ব্যাটারদের দাপট বেশি থাকবে এ কথা বলাই যায়। তবে বোলাররাও যে খুব একটা পিছিয়ে থাকবেন তা নয়। এবারের আসরে কে হতে যাচ্ছেন সর্বোচ্চ উইকেট শিকারি তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা-কল্পনা। 

শেষ পর্যন্ত কে হতে চলেছেন এবারের বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি তা জানা যাবে সময় হলেই। তবে এ তালিকায় আছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট, ভারতের জসপ্রঈত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজ, দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা, বাংলাদেশের তাসকিন আহমেদ সহ আরও অনেকে। এদিকে স্টার্ক তো ইতিমধ্যেই আছেন বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায় সবার শীর্ষে।
 
ক্রিকেটে সক্রিয় ক্রিকেটারদের মধ্যে ওয়ানডে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় স্টার্কের অবস্থান তালিকার এক নম্বরে। অজি এই পেসার একদিনের ক্রিকেটে শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে এখনো পর্যন্ত ১৮টি ম্যাচ খেলে নিয়েছেন ৪৯টি উইকেট। বল হাতে সেরা বোলিং ফিগার ২৮ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট। 

সবশেষ ২০১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ান এ বোলার টুর্নামেন্টে ১০ ম্যাচ খেলে নিয়েছেন সর্বোচ্চ ২৭টি উইকেট। অজি এই গতিতারকা এবারের বিশ্বকাপেও দুর্দান্ত কিছু করবেন এমন প্রত্যাশাই করছেন ভক্ত-সমর্থকরা। এদিকে সক্রিয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় চার নম্বরে আছেন সাকিব আল হাসান। টাইগার অধিনায়ক এখনো পর্যন্ত চারটি বিশ্বকাপ খেলে ২৯ ম্যাচে নিয়েছেন ৩৪ উইকেট।