০৫ অক্টোবর ২০২৩, ০৯:৪৫ এএম
অবশেষে ফুরলো অপেক্ষার পালা। আগামীকাল থেকেই শুরু হচ্ছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩। ভারতের মাটিতে ক্রিকেটের এই মেগা টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে গতবারের দুই ফাইনালিস্ট দল ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। একদিনের ক্রিকেটে শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্য নিয়ে ৪৫ দিন দৈর্ঘ্যের এ টুর্নামেন্টে লড়াই করবে দশটি দল।
এই দশ দলের মধ্যে স্বাগতিক ভারত ছাড়া আরও আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তানের মত ক্রিকেট পরাশক্তি দেশগুলো। এছাড়াও আছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা এবং সাম্প্রতিক সময়ে একদিনের ক্রিকেটে অমিত সম্ভাবনীয় হয়ে ওঠা বাংলাদেশ এবং আফগানিস্তান, নেদারল্যান্ডসের মত দেশগুলো।
এবারের টুর্নামেন্টে শিরোপা জয়ের লক্ষ্যে সম্ভাব্য সেরা দল ঘোষণা করেছে দেশগুলো। আর শক্তিমত্তার হিসেবে এবারের টুর্নামেন্টে অন্যতম শক্তিশালী দল হয়েছে ভারত। চলুন জেনে নেই এবারের আসরের স্বাগতিক দেশটির দল সম্পর্কে।
ঘরের মাটিতে বিশ্বকাপ হওয়ায় এবারের বিশ্বকাপে ভারতকেই ফেভারিট মানছেন রথী-মহারথীরা। অবশ্য স্বাগতিক দেশ হিসেবেই যে ভারতের বিশ্ব জয়ের সম্ভাবনা বেশি এমনও নয়। কেননা দল হিসেবেই এবার সামর্থ্য এবং দক্ষতায় এবার বেশ এগিয়ে ভারত। এর সাথে ঘরের মাটিতে পাওয়া সুবিধা যোগ হয়ে টুর্নামেন্টে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনাও গিয়েছে বেড়ে।
এবারের বিশ্বকাপে ভারত শিরোপা জয়ের লক্ষ্যে লড়াইয়ে নামবে রোহিত শর্মার অধিনায়কত্বে। এছাড়াও দলে আরও আছেন বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্র অশ্বিন, হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামির মত অভিজ্ঞ ক্রিকেটাররা। ক্রিকেট বিশ্বে ইতিমধ্যেই সেরা হিসেবে খ্যাত ঈসব ক্রিকেটার এবার ভারতের বিশ্বকাপ জয়ে বড় অবদান রাখবেন এমন প্রত্যাশাই করছেন ভক্ত-সমর্থকরা।
এদিকে ভারতের বিশ্বকাপ দলে এবার আরও আছেন বেশ কয়েকজন তরুণ তারকা ক্রিকেটার। এদের মধ্যে অন্যতম শুবমান গিল। ব্যাট হাতে এবার এই ভারতীয় ব্যাটার টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন এমন ভবিষ্যদ্বাণীই করেছেন সাবেক কিংবদন্তীরা। এছাড়া রোহিতদের দলের ব্যাটিং সামর্থ্যের গভীরতা আরও বাড়িয়েছেন শ্রেয়াস আইয়্যার, ইশান কিশান, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদবের মত ক্রিকেটার। আর বল হাতে এবার ভারতের পেস আক্রমণের অন্যতম কান্ডারি মোহাম্মদ সিরজ। সেই সঙ্গে স্পিন বোলিংয়ে অভিজ্ঞ অশ্বিনের সঙ্গে পাল্লা দেবেন কুলদীপ যাদব।
এদিকে দীর্ঘ দিন ধরে আন্তর্জাতিক শিরোপা খরায় ভুগছে ভারত। তাই ঘরের মাঠে এবারের বিশ্বকাপ থেকেই এ খরা কাটাতে বদ্ধ পরিকর তারা। নীল জার্সি ধারীরা এখনো পর্যন্ত বিশ্বকাপ জিতেছে দুইবার। ১৯৮৩ সালে একবার বিশ্বচ্যাম্পিয়ন হবার পর ২০১১ সালে ঘরের মাঠে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় শিরোপার স্বাদ পায় ভারত। এরপর ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাও নিজেদের করে নেয় তারা। দেশটির সবশেষ এই দুইটি শিরপাই এসেছে মহেন্দ্র সিং ধোনীর অধিনায়কত্বে।
এরপর ২০১৫ এবং ২০১৯ বিশ্বকাপে ভারত বিদায় নেয় সেমিফাইনাল থেকেই। এছাড়া ২০২১ এবং ২০২৩ এর টেস্ট চ্যাম্পিয়নশীপেও ভারতকে রানার্স আপ হওয়ার স্বাদ নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। এবারের বিশ্বকাপ দিয়েই তাই রোহিত শর্মার অধীনে ভারতের শিরোপা খরা দূর হবে এমন প্রত্যাশাই করছেন ভক্ত-সমর্থকরা। টুর্নামেন্টে ভারতের প্রথম ম্যাচ আগামী ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে।
ভারতের বিশ্বকাপ স্কোয়াড- রোহিত শর্মা (অধিনায়ক) শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, শার্দুল ঠাকুর, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, জসপ্রীত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজ।