স্পোর্টস ডেস্ক
০২ অক্টোবর ২০২৩, ০৪:১৩ পিএম
আসামের গুয়াহাটিতে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ। টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি টাইগারদের। ওপেনার লিটন কুমার দাস সাজঘরে ফিরেছেন মাত্র ৫ রান করে। তবে ক্রিকেটের নিয়মানুযায়ী আউট হননি লিটন।
টাইগার ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলে রিচ টপলির বলে জস বাটলারের হাতে ক্যাচ দিয়ে বসেন লিটন। আম্পায়ার সঙ্গে সঙ্গে ইংলিশ ক্রিকেটারদের আবেদনে সাড়া দেন। তবে ক্রিকেটের নিয়ম অনুযায়ী আসলে আউট হননি বাংলাদেশের এই ওপেনার।
লিটনের গাঁ ঘেষে যাওয়া বলটি বাড়তি বাউন্সের কারণে ডান হাতের গ্লাভস ছুঁয়ে বাটলারের কাছে চলে যায়। খালি চোখে এটি আউট মনে হয়েছে। কিন্তু লিটনের যে হাতের গ্লাভসে বল স্পর্শ করেছে তাঁর সেই হাতে ওই সময় ব্যাট ধরা ছিল না। লিটন তখন এক হাত ছেড়ে তার ব্যাটটি ধরে রেখেছিলেন বাম হাতে। বল স্পর্শ করে লিটনের ডান হাতের গ্লাভসে।
ক্রিকেটের নিয়মানুযায়ী যদি ব্যাটারের গ্লাভসে বল আঘাত করে কিন্তু সেই মুহুর্তে ওই হাতে তাঁর ব্যাট না থাকে তাহলে একজন ব্যাটারকে কখনোই ক্যাচ আউট দেয়া যাবেনা।
লিটন যখন ব্যাট ধরে রেখেছিলেন তা ছিল শুধুই তার বাম হাতে। কিন্তু বল স্পর্শ করেছিল তাঁর ডান হাতে। সেই সময় লিটনের ডান হাতে ব্যাট ধরা ছিল না। ফলে সেটি কোনভাবেই ক্যাচ আউট দেয়ার নিয়ম নেই।

কিন্তু ইংলিশ ক্রিকেটারদের আবেদনে আম্পায়ার সাড়া দিলে লিটন দাসও কোন আপত্তি করেননি। নিজেই সাজঘরের পথে হাঁটা শুরু করেন। ফলে মাত্র ৬ বলেই বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে থামতে হয় লিটনকে। উল্লেখ্য শ্রীলঙ্কার বিপক্ষে ৫৬ বলে ৬১ রানের দারুণ এক ইনিংস খেলেছিলেন তিনি। ইংলিশদের বিপক্ষে মূলত নিয়ম না জানার খেসারত দিতে হয়েছে টাইগার ওপেনারকে।