স্পোর্টস ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩৮ পিএম
বাংলাদেশের ক্রিকেটে গত কয়েকদিন ধরেই চলছে বিতর্ক। বিশ্বকাপ দলে তামিম ইকবালের না থাকা নিয়ে এর শুরু। এই ইস্যুতে এক ভিডিও বার্তায় নিজের মতামত জানিয়েছেন তামিম, পরে এক সাক্ষাৎকারে মতামত জানিয়েছেন সাকিব আল হাসানও। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও একই ইস্যু নিয়ে কথা বলেছেন। তবে এ বিষয়ে এখনো কোনো ব্যাখ্যা দেয়নি বিসিবি। এদিকে প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের জয়ের পর ইঙ্গিতপূর্ণ এক পোস্ট করেছেন নির্বাচক আব্দুর রাজ্জাক।
শ্রীলঙ্কার বিপক্ষে গতকালের ম্যাচটিতে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। ২৬৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বেশ ভালো করেছেন লিটন দাস এবং তরুণ তানজীদ তামিম। এদিকে গতকাল টাইগারদের জয়ের পর ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন রাজ্জাক।
সেই স্ট্যাটাসে রাজ্জাক লিখেন, ‘ভাগ্গিস টেন্ডুলকার, লারা, পন্টিং, কোহলি, ধোনিদের মানের প্লেয়ার আমাদের দেশে জন্ম হয় নাই। তাহলে কি হতো তা চিন্তাতেও আনতে পারছি না। আল্লাহ যা করেন ভালোর জন্য করেন।’

রাজ্জাক কেনো এমন একটি স্ট্যাটাস দিলেন তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। এদিকে বিসিবি নির্বাচকের দেয়া সেই পোস্টে একটি মন্তব্য করেছেন মাশরাফি। মন্তব্যে তিনি রাজ্জাকের কাছে এমন স্ট্যাটাস দেয়ার কারণ জানতে চেয়েছেন। নড়াইল এক্সপ্রেস লিখেন, ‘কেন লিখলি এ কথা?’
বিশ্বকাপের মূল পর্বের আগে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী ২ অক্টোবর টাইগাররা মাঠে নামবে ইংল্যান্ডের বিপক্ষে। আর মূল পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ তারিখ আফগানিস্তানের বিপক্ষে।