images

স্পোর্টস / ক্রিকেট

পাকিস্তান দলে ৬ ফুট ৯ ইঞ্চি উচ্চতার ভারতীয় বোলার

স্পোর্টস ডেস্ক

৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২০ পিএম

ভারতের মাটিতে আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের আসর। আইসিসির মেগা এই টুর্নামেন্ট শুরুর আগে গতকাল থেকে মাঠে গড়িয়েছে প্রস্তুতি ম্যাচগুলো। যেখানে প্রথম দিন তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়। হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল পাকিস্তান। নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে ৩৪৫ রান করেও হারের মুখ দেখেছে বাবর আজমের দল। 

দীর্ঘ সাত বছর পর আবার ভারতের মাটিতে পা রেখেছে পাকিস্তানের ক্রিকেট দল। তবে সব থেকে বড় আলোচনায় পাকিস্তানের নেট অনুশীলন। কারণ বাবর আজমদের অনুশীলনে দেখা গিয়েছে ভারতীয় এক পেসারকে। যার উচ্চতা প্রায় ৬ ফুট ৯ ইঞ্চি।  

image-241773-1695993110

এই পেসারের নাম নিশান্ত সারানু। তিনি মূলত হায়দরাবাদের ক্রিকেটার। পাকিস্তানের নেটে বোলিং করে তাদের বোলিং কোচ মরনে মর্কেল থেকে উপদেশও নিচ্ছেন নিশান্ত। প্রস্তাব পেয়েছেন আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) লখনৌ সুপার জায়ান্টসের নেটে বল করারও।

নিশান্ত ১২৫ থেকে ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে বল করতে পারেন। মর্কেল তাকে গতি বাড়ানোর দিকে মনযোগ দিতে বলেছেন। অতিথি দলের অনুশীলনে নেট বোলার হিসেবে এবারই প্রথম বোলিং করছেন না সারানু। এর আগে ভারত–নিউজিল্যান্ড দ্বিপক্ষীয় সিরিজের সময়ও নেটে বোলিং করেছেন।