স্পোর্টস ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০১ পিএম
বিশ্বকাপ মিশনের উদ্দেশ্যে ইতিমধ্যেই ভারতে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে বেশ কিছুদিন ধরেই উত্তাল দেশের ক্রিকেটাঙ্গণ। নতুন করে এর মাত্র বাড়িয়েছে গতকাল দেয়া তামিম ইকবালের ভিডিও বার্তা এবং পরে রাতে প্রকাশিত হওয়া সাকিব আল হাসানের সাক্ষাৎকার। এদিকে দেশের ক্রিকেটের এমন অবস্থার জন্য সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট দায়ী করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)।
গতকাল নিজের ফেসবুক পেইজ থেকে লাইভে এসেছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার পাইলট। আর লাইভে তিনি কথা বলেছেন গত কয়েকদিনের ঘটনাপ্রবাহ নিয়ে।
পাইলট নাম প্রকাশ না করলেও ক্ষোভ প্রকাশ করেছেন বিসিবির কয়েকজন কর্মকর্তার প্রতি। তিনি বলেন, ‘ক্রিকেট বোর্ডের কিছু মানুষ রয়েছে যারা সোশ্যাল মিডিয়াকে পোষে। তারা সোশ্যাল মিডিয়াকে এই তথ্যগুলো দিয়েছে তামিমকে খারাপ করার জন্য। আমি বোর্ডের সমস্ত লোককে বলবো না। এক-দুইজন রয়েছে যারা ক্রিকেট বোর্ডের ভাইরাস, আমার কাছে মনে হয়। দুই-একজন আছেন যারা এই নাটকটি বানাচ্ছেন। ইন্ডিয়ান সিরিয়ালে যেমন নাটক হয় তেমন নাটক তারা বানাচ্ছেন, যেটি দেশের ক্রিকেটের জন্য ভালো নয়।’
‘আমি প্রথম থেকে বলেছি, হাথুরুসিংহেকে নিয়ে। যে লোকটার মার্কেটে কোনো ভেল্যুই নাই, সে লোকটাকে দুনিয়ার সবচেয়ে বেশি টাকা দিয়ে নিয়ে আসবেন কেন? যে লোকটার আন্তর্জাতিক কোনো অফার নাই, সে লোকটাকে এত টাকা দিয়ে নিয়ে এসেছেন কেন?’
‘১৫ টাকার লোককে ৩০ টাকা দিয়ে নিয়ে এসেছেন। তাকে তো বলে দিয়েছেন আমি যেভাবে পেছনে থেকে চালাব, তোমার চলতে হবে। ওই লোকও তো হ্যাপি, কারণ ১৫ টাকার জায়গায় ৩০ টাকা পাচ্ছি, ক্যারিয়ারে আর কী আছে? দুই বছরে যদি ১৫ টাকার জায়গায় ৩০ টাকা পাই তাহলে আমি বেনিফিট। বাসায় গিয়ে রিলাক্স করব। সুপার লাইফ এনজয় করব।’
এছাড়াও সাকিব-তামিমকে নিয়ে যা হচ্ছে তা কাম্য নয় জানিয়ে তিনি বলেন, এটা খুবই দুঃখজনক এবং আমি মনে করি, আমাদের কাছে এমন নাটক সাধারণ মানুষ আশা করে না। বিশেষ করে আপনারা যেভাবে তামিমকে পঁচাচ্ছেন যে, তামিম হয়তো পাঁচটা ম্যাচের বেশি খেলবে না। আবার একদিকে সাকিবকে একভাবে সাকিবকে পচানো হচ্ছে। এসব দিয়ে সাধারণ মানুষকেতো আসলে বোকা বানানো হচ্ছে।'