images

স্পোর্টস

২ কোটি রুপিতে দিল্লিতে মোস্তাফিজ, এখনও অবিক্রিত সাকিব

স্পোর্টস ডেস্ক

১৩ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৩২ এএম

images

বাংলাদেশ ক্রিকেটের মিস্ট্রি বোলার তিনি। ২০১৬ সাল থেকে এখন পর্যন্ত একবারও থাকেননি অবিক্রিত। সতীর্থ সাকিব আল হাসানের প্রতি কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ না দেখালেও ঠিকই ২ কোটি রুপিতে মোস্তাফিজুর রহমানকে কিনে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।  

পেসারদের পুলে গতকাল সন্ধ্যায় নিলামে তোলা হয় মোস্তাফিজের নাম। ওই পুলে আরও ছিলেন দীপক চাহার, লকি ফার্গুসন, জশ হেইজেলউড, প্রসিধ কৃষ্ণ, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন, শার্দুল ঠাকুর, মার্ক উড এবং উমেশ যাদব। কেবল উমেশই এখন পর্যন্ত অবিক্রিত রয়েছেন। 

পুলের বাকি পেসারদের দলে টানতে রীতিমতো কাড়াকাড়িই পড়ে গিয়েছিল বাকি ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে। তবে ‘দ্য ফিজকে’ দলে নিতে তেমন একটা বেগ পেতে হয়নি দিল্লিকে। ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে প্রথম বিডটি ছিল তাদের। আর কোনো দল কাটার মাস্টারের প্রতি আগ্রহ না দেখালে সহজেই মোস্তাফিজকে পেয়ে যায় তারা।

এর ফলে আইপিএলে ৫ আসরে ৪টি ভিন্ন দলে খেলার স্বাদ পেতে চলেছেন ফিজ। ২০১৬ সাল থেকেই আইপিএলের নিয়মিত মুখ এই টাইগার পেসার। প্রথম আসরেই সব আলো নিজের দিকে কেড়ে নেন তিনি। সানরাইজার্স হায়াদ্রাবাদের শিরোপা জয়ের পিছনে অনেক বড় অবদান ছিল তার। সেবার আসরের সেরা উদীয়মান খেলোয়াড়ও নির্বাচিত হন মোস্তাফিজ।

পরের দুই আসর কিছুটা হতাশায় কেটেছে ফিজের। ব্যাটাররা তার কাটার বুঝে ফেলায় আগের মত কার্যকর প্রমাণ করতে পারেননি নিজেকে। ২০১৮ আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স কিনে নেয় তাকে। সেবার ৭ ম্যাচে ৭ উইকেট নিলেও রান দিয়ে ফেলেছিলেন প্রচুর। ফলাফল পরের বছর আর তাকে ধরে রাখেনি ফ্র্যাঞ্চাইজিটি।

এরপরের দুই মৌসুম চোটের কারণে খেলতে পারেননি বিশ্বের সবচেয়ে জাঁকজমকপূর্ণ এই টি-টোয়েন্টি লিগ। গত বছর রাজস্থানের হয়ে ফিরে আসার গল্প লিখেন ফিজ। ১৪ ম্যাচ খেলে নেন ১৪ উইকেট।    

এআইএ