স্পোর্টস ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৫ পিএম
এশিয়া কাপের এবারের আসরের পর্দা নামবে আজ। শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং শ্রীলঙ্কা। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকাল সাড়ে তিনটায়। বিশ্বকাপের আগে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এ টুর্নামেন্টে দুই দলের চ্যাম্পিয়ন হওয়ার লড়াই নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মাঝে সৃষ্টি হয়েছে তুমুল উত্তেজনা।
এদিকে এবারের এশিয়া কাপে ইতিমধ্যেই সুপার ফোর পর্বে একবার মুখোমুখি হয়েছিল দুই দেশ। সে ম্যাচে অবশ্য জয় পেয়েছিল রোহিত শর্মার দলই। লঙ্কানদের বিপক্ষে ম্যাচটি জিতেই সবার আগে ফাইনাল নিশ্চিত করেছিল ভারতীয়রা।
এবারের এশিয়া কাপ শুরুর আগে থেকেই শ্রীলঙ্কা দলে একের পর এক হানা দিয়েছে চোট। ইনজুরির কারণে একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে ছাড়াই আসর শুরু করতে হয় তাদের। ফাইনালের আগে গতকাল আরও এক দুঃসংবাদ পেয়েছে লঙ্কানরা। চোটে পড়ে ফাইনাল থেকে ছিটকে গেছেন স্পিনার মাহেশ থিকসানা যা তাদের জন্য একটি বড় ধাক্কা।
এদিকে শিরোপা নির্ধারণী ম্যাচের আগে ধাক্কা খেয়েছে ভারতও। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে রান তাড়ায় নেমে চোট পেয়েছেন অলরাউন্ডার অক্ষর প্যাটেল। শেষ পর্যন্ত ফাইনালে খেলার সুযোগ হারিয়েছেন তিনিও। তার বিকল্প হিসেবে ভারতীয় দলে যুক্ত হয়েছেন ওয়াশিংটন সুন্দর।
নিজেদের ঘরের মাঠে শিরোপা লড়াইয়ে শ্রীলঙ্কা ভারতকে পরাজিত করতে পারবে কি না এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ক্রিকেটপ্রেমীদের মনে। কেননা ভারতীয় দলে আছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহদের মত বিশ্বসেরা ক্রিকেটাররা। এছাড়া তরুণদের মধ্যে শুবমান গিল, লোকেশ রাহুল, ইষাণ কিষানরাও দারুণ পারফর্ম করেন। সেদিক থেকে ঘরের মাটিতেও লঙ্কানরা যে কিছুটা পিছিয়েই আছে একথা বলাই যায়।
এদিকে পরিসংখ্যানও কথা বলছে ভারতের হয়েই। একদিনের ক্রিকেটে এখনো পর্যন্ত দুই দেশ মুখোমুখি হয়েছে ১৬৬টি ম্যাচে। এসবের মধ্যে ভারত জয় পেয়েছে ৯৭টি ম্যাচে যেখানে শ্রীলঙ্কার জয় ৫৭টি, ১১টি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।
অবশ্য এশিয়া কাপের পরিসংখ্যান বিবেচনায় নিলে দুই দলই আছে সমান অবস্থানে। এ টুর্নামেন্টে এখনো পর্যন্ত মোট ২২ বারের দেখায় দুই দলই জিতেছে ১১ টি করে ম্যাচ। তবে শিরোপার হিসেবে আবার কিছুটা এগিয়ে আছে ভারতীয়রাই।
মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরে ভারত শিরোপা জিতেছে মোট ৭ বার, অন্যদিকে শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হয়েছে ৬ বার। আজ তাই লঙ্কানদের সামনে সুযোগ থাকছে ঘরের মাঠে ভারতকে হারিয়ে রোহিত শর্মাদের সঙ্গে একই কাতারে পৌঁছে যাওয়ার।