স্পোর্টস ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৪৭ পিএম
আইপিএলের ১৫ তম আসরের নিলামের সব চেয়ে দামি ক্রিকেটার বাঁহাতি ব্যাটার ঈশান কিশান। এ যেন ঘরের ছেলে ঘরে ফেরার মতো। ঈশানকে নিয়ে রীতিমত কাড়াকাড়িই চলেছে মুম্বাই ও পাঞ্জাবের মাঝে। শেষ দিকে গুজরাটও নিতে চেয়েছিল। কিন্তু রোহিত শর্মার দল যেন কিছুতেই হাল ছাড়বে না। সকল বিডিং ছাপিয়ে শেষ হাসি মুম্বাই ইন্ডিয়ান্সেরই। ১৫ কোটি ২৫ লাখ রুপিতে পুরানো দল মুম্বাইয়ে ফিরেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
মেগা নিলামের প্রথম দিনে সকল আলো কেড়ে নেয় শ্রেয়াস আয়ার। ১২ কোটি ২৫ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্স কিনে নেয় এই ডানহাতি ব্যাটারকে। কাগিসো রাবাদাকে দলে ভিড়িয়েছে পাঞ্জাব কিংস, তাকে দলে নিতে প্রীতি জিনতার দল খরচ করেছে ৯ কোটি ২৫ লাখ রুপি। ৮ কোটি রুপিতে ট্রেন্ট বোল্টকে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস।
দ্বিতীয় সেটে (ব্যাটারদের) থেকে ৪ কোটি ৬০ রুপিতে মানিশ পান্ডেকে দলে নিয়েছে লক্ষ্ণৌ। সাড়ে ৮ কোটিতে শিমরন হেটমায়ারকে দলে নিয়েছে রাজস্থান। ২ কোটি রুপিতে রবিন উথাপ্পাকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। ২ কোটি রুপিতে জেসন রয়কে নিয়েছে গুজরাট টাইটান্স।
এই সেট থেকে বেস প্রাইস এক কোটি রুপিতে দল পাননি ডেভিড মিলার। ডেবদূত পাডিকাল খেলবেন রাজস্থান রয়ালসে। তাকে পেতে দলটি খরচ করেছে ৭ কোটি ৭৫ লাখ রুপি। এই সেট থেকে দল পাননি সুরেশ রায়না ও স্টিভ স্মিথ।
তৃতীয় সেটে (অলরাউন্ডারদের) ডোয়েইন ব্রাভোকে ৪ কোটি ৪০ লাখ রুপিতে দলে নিয়েছে চেন্নাই। নিতিশ রানা আবারও খেলবেন কলকাতায়, তাকে পেতে দলটি খরচ করেছে ৮ কোটি। জেসন হোল্ডারকে পেতে ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে চলেছে কাড়াকাড়ি। শেষ পর্যন্ত এই অলরাউন্ডারকে ৮ কোটি ৭৫ লাখ রুপিতে গিয়েছেন লক্ষ্ণৌতে।
এই সেটে সাকিব আল হাসান ছিলেন অবিক্রিত। হার্শাল প্যাটেলকে ১০ কোটি ৭৫ লাখ রুপিতে দলে নিয়েছে ব্যাঙ্গালুরু। বেস প্রাইস ৭৫ লাখ হলেও দিপক হুডাকে দলে পেতে ৫ কোটি ৭৫ রুপি খরচ করেছে লক্ষ্ণৌ। এই সেট থেকে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে নিয়ে কাড়াকাড়ি চললেও শেষ পর্যন্ত তাকে দলে পায় রয়্যাল চ্যালেঞ্জার্স।
এই সেট থেকে ওয়াশিংটন সুন্দরকে ৮ কোটি ৭৫ লাখ রুপিতে দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ৮ কোটি ২৫ লাখ রুপিতে ক্রুনার পান্ডিয়াকে দলে নিয়েছে লক্ষ্ণৌ। ৬ কোটি ৫০ লাখ রুপিতে মিচেল মার্শকে ভিড়িয়েছে দিল্লি। এই সেট থেকে দল পাননি মোহাম্মদ নবি।
আগামীকালও অনুষ্ঠিত হবে ১৫তম আসরের মেগা নিলাম। সাকিব আল হাসান কি শেষ পর্যন্ত দল পাবে কি না জানা যাবে কাল সন্ধ্যায়।
এমএএম